সমীরণ পাল, উত্তর ২৪ পরগনা: 'ভোট লুঠ করতে আসলে তিন হাত ডাণ্ডা দিয়ে মালাই চাকি ভেঙে দিতে হবে। পুলিশ দালালি করলে বাগদা থানায় তালা লাগিয়ে দেওয়া হবে', হুঁশিয়ারি বিজেপির জেলা সভাপতির।
'ভোট লুঠ করতে এলে...বাগদা থানায় তালা '
বাগদায় উপনির্বাচন উপলক্ষে বাগদার হেলেঞ্চায় কর্মীসভায় আসেন বনগাঁ সাংগঠনিক জেলা বিজেপি সভাপতির দেবদাস মণ্ডল। কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুরের পাশে দাঁড়িয়ে আবারও বিস্ফোরক বক্তব্য রাখেন দেবদাস। দলীয় কর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, 'ভোট লুঠ করতে এলে তিন হাত ডান্ডা দিয়ে মালাই চাকি ভেঙে দিতে হবে। পুলিশ দালালি করলে, বাগদা থানায় তালা দিয়ে দেওয়ার', হুঁশিয়ারি জেলা বিজেপি সভাপতি দেবদাস মণ্ডলের ।
ক্ষমতা থাকলে আসুক, পুলিশ বুঝিয়ে দেবে : তৃণমূল
এই বিষয়ে বনগাঁ সাংগঠনিক জেলা যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি নিরুপম রায় বলেন, 'বিজেপি নেতা উস্কানি মূলক বক্তব্য দিচ্ছে। তার গ্রেফতারের দাবি করছি। থানায় তালা মেরে দাওয়া প্রসঙ্গে নিরুপম বলেন, 'ক্ষমতা থাকলে আসুক। পুলিশ বুঝিয়ে দেবে এই সমস্ত অপশক্তির বিরুদ্ধে লড়াই করার ক্ষমতা প্রশাসনের আছে।
অবশেষে কি তবে ক্ষোভের বরফ কিছুটা গলল বাগদা বিজেপির অন্দরে?
প্রার্থী ঘোষণার ২৪ ঘণ্টা আগেই, বিজেপির যে মণ্ডল সভাপতি দলেরই প্রার্থীর বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেছিলেন। দলীয় পদ থেকে ইস্তফা পর্যন্ত দিয়ে দিয়েছিলেন। শুক্রবার, তাঁকেই দেখা গেল দলীয় প্রার্থীকে জড়িয়ে ধরতে। ১০ জুলাই বাগদা বিধানসভায় উপনির্বাচন হবে।তার প্রার্থী ঘোষণার আগে থেকেই ভূমিপুত্র প্রার্থী চেয়ে বিজেপির অন্দরে দাবি উঠতে থাকে। কিন্তু বিনয় বিশ্বাসকে বিজেপি প্রার্থী করায়, সেই ক্ষোভ আরও বাড়ে। ইস্তফা দিয়ে দেন বাগদায় বিজেপির মণ্ডল সভাপতি সমীর বিশ্বাস। এরপর ড্য়ামেজ কন্ট্রোলে নামেন বিজেপির জেলা সভাপতি দেবদাস মণ্ডল। শুক্রবার বিজেপি প্রার্থী বিনয় বিশ্বাসকে নিয়ে বিজেপির পদত্য়াগী মণ্ডল সভাপতির বাড়ি যান তিনি। তারপরেই দেখা যায় এই ছবি।
আরও পড়ুন, প্রবল বর্ষণে নদী বাঁধে ভাঙন, জলের নিচে প্রায় ৩০০ বিঘা জমি, আতঙ্কে কাঁটা প্রায় ৮০০ পরিবার
বাগদা কনিয়াড়া ১ গ্রাম পঞ্চায়েত মণ্ডল সভাপতি ও প্রধান সমীর বিশ্বাস বলেন,'আমি ইস্তফা দিয়েছিলাম কিন্তু বলিনি ছেড়ে চলে যাব। আমি চেয়েছিলাম ভূমিপুত্র প্রার্থী হোক। দলের মনে হয়েছে সেটা সম্ভব নয়। তাই আমি দলের সিদ্ধান্ত মেনেই চলব।' কিন্তু ক্ষোভ কি পুরোপুরি মেটানো গেল? কারণ ইতিমধ্যে নিজেকে আসল বিজেপি দাবি করে বাগদা কেন্দ্র থেকে মনোনয়ন জমা দিয়েছেন বিক্ষুব্ধ বিজেপি নেতা সত্যজিৎ মজুমদার। যদিও বিজেপির বনগাঁ সাংগঠনিক জেলার সভাপতির দাবি, সকলেই একসঙ্গে ভোটে লড়বেন।বনগাঁ সাংগঠনিক জেলা বিজেপি সভাপতি দেবদাস মণ্ডল বলেন, সমীর একজন দায়িত্ববান প্রধান এবং মণ্ডল সভাপতি। ও ইস্তফা পত্র দিয়েছিল ঠিকই কিন্তু সেই ইস্তফা গৃহিত হয়নি। আমরা একসাথেই আছি। একসাথেই ভোটে লড়ব।'
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।