কলকাতা: ৪০০-এর কোটা থেকে একেবারে ৬০০-র কোটায়। করোনায় রাজ্যে ফের বাড়ল দৈনিক সংক্রমণ ও মৃত্যু। রবিবার প্রকাশিত স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুযায়ী রাজ্যে গত একদিনে করোনা আক্রান্ত হয়েছেন ৬২৪ জন। এ নিয়ে রাজ্যে সবমিলিয়ে করোনা সংক্রমিতের সংখ্যা বেড়ে হল ১৫,৮০,৫৩০ জন। গতকাল রাজ্যে সংক্রমিতের সংখ্যা ছিল ৪৪৩ জন। আজ অর্থাৎ ১৭ অক্টোবরের হিসেবে রাজ্যে করোনার অ্যাক্টিভ রোগীর সংখ্যা ৭,৪২১  জন। গতকালের তুলনায় ২৪ জন কম। 


এই সময়পর্বে রাজ্যে করোনা সংক্রমিত হয়ে প্রাণ হারিয়েছেন ১৪ জন। গতকাল মৃতের সংখ্যা ছিল ১০ জন। আজ সবমিলিয়ে করোনায় মোট মৃতের সংখ্যা বেড়ে হল ১৮,৯৭৭ জন। উল্লেখ্য, রাজ্যে দৈনিক করোনা সংক্রমণের শীর্ষে কলকাতা। সরকারি হিসেবে কলকাতায় একদিনে করোনা আক্রান্ত ১৭৯ জন, মৃত ৪। দৈনিক সংক্রমণে দ্বিতীয় স্থানে রয়েছে উত্তর ২৪ পরগনা, সেখানে আক্রান্ত ১২৮ জন, মৃত্যু হয়েছে ৩ জনের। দৈনিক করোনা সংক্রমণে তৃতীয় স্থানে রয়েছে হাওড়া। 


গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনা থেকে সেরে উঠেছেন ৬৩৪ জন। সবমিলিয়ে শুরু থেকে এখনও অবধি করোনামুক্ত হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন ১৫,৫৪,১৩২ জন। স্বাস্থ্য দফতরের হিসেব অনুযায়ী রাজ্যে আজ সুস্থতার হার ৯৮.৩৩ শতাংশ। 


এ দিকে দেশে করোনায় দৈনিক মৃত্যু ও আক্রান্তের সংখ্যা কমল। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের রবিবারের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় ১৪৪ জনের মৃত্যু হয়েছে। একদিনে আক্রান্ত হয়েছেন ১৪ হাজার ১৪৬ জন। দেশে এখনও পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ৪ লক্ষ ৫২ হাজার ১২৪ জনের।  মোট আক্রান্তের সংখ্যা ৩ কোটি ৪০ লক্ষ ৬৭ হাজার ৭১৯।অ্যাক্টিভ কেসের সংখ্যা ১ লক্ষ ৯৫ হাজার ৮৪৬। এরই মধ্যে করোনাকে জয় করে সুস্থ হয়েছেন ৩ কোটি ৩৪ লক্ষ ১৯ হাজার ৭৪৯ জন। ১৯ হাজার ৭৮৮ জন সুস্থ হয়েছেন গত ২৪ ঘণ্টায়। পাশাপাশি বিশ্বে এখনও পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ৪৮ লক্ষ ৯৪ হাজার ২২৭ জনের।  মোট আক্রান্তের সংখ্যা ২৪ কোটি ৩ লক্ষ ৭৬ হাজার ২০৯।