নয়া দিল্লি: সুপ্রিম কোর্ট উত্তরপ্রদেশ সরকারকে লখিমপুর খেরির কৃষক হত্যা বিষয়ে বিস্তারিত স্টেটাস রিপোর্ট দাখিলের পর কার্যত হদিশ পাওয়া যাচ্ছে না মন্ত্রীর ছেলের, এমনই অভিযোগ উঠল। ইতিমধ্যেই যোগী রাজ্যের পুলিশ কেন্দ্রীয় মন্ত্রী অজয় ​​কুমার মিশ্রের বাড়ির বাইরে একটি নোটিস সাঁটিয়েছে, যেখানে তাঁর ছেলে আশীষ মিশ্রকে শুক্রবার হাজির হতে বলা হয়। 


নোটিস অনুযায়ী, কেন্দ্রীয় মন্ত্রীর ছেলেকে শুক্রবার সকাল ১০টায় লখিমপুর খেরির রিজার্ভ পুলিশ লাইনের ক্রাইম ব্রাঞ্চ অফিসে হাজির হতে বলা হয়েছে। লখিমপুর খেরি কৃষক হত্যার ঘটনায় কেন্দ্রীয় মন্ত্রী অজয় ​​কুমার মিশ্রের ছেলে আশীষ এবং অন্যদের বিরুদ্ধে মামলায় ডিআইজি (সদর দপ্তর) উপেন্দ্র অগ্রবালের নেতৃত্বে ৯ সদস্যের মনিটরিং কমিটিও গঠন করেছে উত্তরপ্রদেশ পুলিশ।


লখিমপুর খেরিতে কৃষক হত্যাকাণ্ডে উদ্বিগ্ন সুপ্রিম কোর্ট। কাল শুনানির আগে গ্রেফতার নিয়ে যোগী সরকারকে স্টেটাস রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছে সর্বোচ্চ আদালত। লখিমপুর খেরির ঘটনায় কারা অভিযুক্ত? কাদের নামে এফআইআর হয়েছে? শুনানিতে জানতে চাইল আদালত। স্টেটাস রিপোর্ট জমা দেওয়া হবে, সর্বোচ্চ আদালতে জানাল উত্তরপ্রদেশ প্রশাসন। লখিমপুরে কৃষক হত্যাকাণ্ডে এর আগে স্বতঃপ্রণোদিত মামলা রুজু করে সুপ্রিম কোর্ট।


আরও পড়ুন, মাদক মামলায় জামিন পাবেন আরিয়ান? আট অভিযুক্তের আর্জির শুনানি আজ


আদালতের তরফে বলা হয়েছে অভিযুক্তদের গ্রেফতার করা হয়েছে কিনা তা উল্লেখ করতে হবে। লখনৌ পুলিশ প্রধান লক্ষ্মী সিংহ বৃহস্পতিবার জানান যে এফআইআরে অভিযুক্তদের জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়েছে। তিনি বলেন, "যদি তাঁরা না আসে, আমরা আদালতে যাব এবং আইনি প্রক্রিয়া অনুসরণ করব। গ্রেফতার এবং অভিযুক্তদের জিজ্ঞাসাবাদের জন্য দল গঠন করা হয়েছে।" তবে তিনি এও বলেন, "গুলি বা আগ্নেয়াস্ত্রের আঘাতের ঘটনা নিশ্চিত করা হয়নি। অতএব, আমাদের দেওয়া অন্যান্য প্রমাণ নিয়ে আমাদের এগিয়ে যেতে হবে।" 


প্রসঙ্গত, উত্তরপ্রদেশের লখিমপুর খেরিতে আন্দোলনরত কয়েকজন কৃষককে গাড়িতে পিষে ও গুলি চালিয়ে খুনের অভিযোগে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। গোটা ঘটনায় চার কৃষক সহ আট জনের মৃত্যু হয়েছে। বিক্ষোভরত কৃষকরা এই ঘটনায় অভিযোগের আঙুল তুলেছে উত্তরপ্রদেশের বিজেপি সাংসদ ও কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অজয় মিশ্রর ছেলে আশিসের বিরুদ্ধে। অভিযোগ, মন্ত্রীপুত্রের দলবলই কৃষকদের ওপর গাড়ি চালিয়ে হামলা করেছে।