নয়াদিল্লি: চাঞ্চল্যকর বয়ান দিলেন প্রথিতযশা আইনজীবী ইন্দিরা জয়সিংহ। নির্ভয়ার মাকে অনুরোধ করেছেন তিনি, সনিয়া গাঁধীর পথে হেঁটে তিনিও যেন মাফ করে দেন তাঁর মেয়ের ধর্ষক-খুনীদের। জবাবে নির্ভয়ার মা আশা দেবী বলেছেন, গোটা দেশ যখন দোষীদের ফাঁসি চাইছে তখন কে এই ইন্দিরা জয়সিংহ যিনি এমন পরামর্শ দিচ্ছেন?  এর আগেও তিনি বলেন, তাঁর মেয়ের মৃত্যু নিয়ে হাসিঠাট্টা চলছে।


ইন্দিরা বলেছেন, যেভাবে সনিয়া রাজীব গাঁধী হত্যা মামলায় দোষী সাব্যস্ত নলিনীকে মাফ করে দিয়েছেন, নির্ভয়ার মায়েরও তা করা উচিত। সনিয়ার উদাহরণ অনুসরণ করুন তিনি। টুইট করে বর্ষীয়াণ আইনজীবী বলেছেন, আমি আশা দেবীর কষ্ট পুরোপুরি বুঝতে পারি। তবুও তাঁর কাছে আমার অনুরোধ, তিনি সনিয়া গাঁধীর পথে চলুন, যিনি নলিনীকে মাফ করে দিয়েছেন, বলেছেন, তার জন্য মৃত্যুদণ্ড চান না। আমরা আপনার সঙ্গে কিন্তু মৃত্যুদণ্ডের বিরুদ্ধে।


যদিও নির্ভয়া কাণ্ডের ৪ অপরাধীর জন্য নতুন করে ফাঁসির তারিখ ঠিক করেছে দিল্লির পাতিয়ালা হাউস আদালত। সিদ্ধান্ত হয়েছে, পবন গুপ্ত, বিনয় শর্মা, মুকেশ ও অক্ষয় সিংহের ১ ফেব্রুয়ারি ভোর ছটায় ফাঁসি হবে। তবে এই তারিখ চূড়ান্ত কিছু নয়, যদি কোনও পক্ষের আবেদন আদালতে রায়দানের অপেক্ষায় পড়ে থাকে, তবে এই চারজনের ফাঁসি ওদিন হতে পারবে না। এর আগে এ মাসের ২২ তারিখ তাদের ফাঁসির দিন ঠিক হয়, তারপর তাদের ফের আবেদনের জন্য আরও ১৪ দিন সময় দেয় আদালত।