Operation Sindoor: বাড়ির মহিলাদের, ছোট বাচ্চাদের পাঠিয়ে দিয়েছেন নিরাপদ জায়গায়। কিন্তু এলাকা ছেড়ে যেতে রাজি নন বাড়ির পুরুষরা। স্পষ্ট ভাষায় জানিয়েছেন, ভারতীয় সেনার সঙ্গে রয়েছেন তাঁরা। গোলাবারুদ বর্ষণ হলে, গুলি চললে, কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করবেন। কিন্তু এলাকা ছেড়ে যাবেন না। আখনুরের এক বাসিন্দার এমন মন্তব্যই ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। 'অপারেশন সিঁদুর' নিয়ে ওই ব্যক্তি বলেছেন, 'এটা হওয়া উচিত ছিল। একদম যোগ্য জবাব দিয়েছে ভারতীয় সেনা'।
সংবাদসংস্থা এএনআই- কে আখনুরের ওই ব্যক্তি বলেছেন, 'হয়তো যুদ্ধবিরতি লঙ্ঘন হতে পারে। আমরা তৈরি আছি। সেনার সঙ্গে আছি। কাঁধে কাঁধ মিলিয়ে লড়ব। সরকারের সঙ্গে আছি।' প্রসঙ্গত উল্লেখ্য, বিগত ২ সপ্তাহ ধরে নিয়ন্ত্রণ রেখা বরাবর এবং আন্তর্জাতিক সীমানা বরাবর একাধিক সেক্টরে বারংবার বিনা প্ররোচনায় গুলি চালিয়ে, গোলাবারুদ বর্ষণ করে যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে পাকিস্তানি সেনা। যেসব জায়গায় হামলা হচ্ছে, সেখানকার স্থানীয় বাসিন্দারা যাতে নিরাপদে থাকেন সেই জন্য সেখান থেকে তাঁদের সরিয়ে নিরাপদ স্থানে নিয়ে যাচ্ছে ভারতীয় সেনাবাহিনী। আখনুর জেলাতেও একই দৃশ্য দেখা গিয়েছে। তবে এখানে বাড়ির পুরুষরা রয়ে গিয়েছেন সেনাবাহিনীর সঙ্গে। মহিলা এবং বাচ্চাদের পাঠানো হয়েছে নিরাপদ স্থানে।
ভারতের হামলায় ইতিমধ্যেই দিশাহারা পাকিস্তান। অপারেশন সিঁদুরের পর লজ্জা ঢাকতে ফের সংঘর্ষবিরতি চুক্তি লঙ্ঘন পাকিস্তানের। নিয়ন্ত্রণরেখা বরাবর রাতভর গুলি চালিয়েছে পাক সেনা। কুপওয়াড়া, বারামুলা, উরি, আখনুর এলাকায় আর্টিলারি গান থেকে টানা গুলিবর্ষণ। পাল্টা জবাব দিয়েছে ভারতীয় সেনাবাহিনীও। এই নিয়ে টানা দু’ সপ্তাহ ধরে সংঘর্ষবিরতি চুক্তি লঙ্ঘন করছে পাক সেনা। শিয়ালকোট-ছাম্ব সেক্টর লাগোয়া এলাকার সমস্ত গ্রাম খালি করা হয়েছে। এলাকার সমস্ত সেনা চৌকি, পুলিশ স্টেশন ও হাসপাতালকে সতর্ক করা হয়েছে। পহেলগাঁও, আখনুর, পুঞ্চ সেক্টরেও জারি রয়েছে সতর্কতা। পহেলগাঁওয়ে প্রত্যাঘাতের সঙ্গে সঙ্গে তল্লাশি অভিযানও জারি রেখেছে সেনা।
পহেলগাঁও-এ বেছে বেছে হিন্দু নিধনের বদলায় 'অপারেশন সিঁদুরে' বেছে বেছে জঙ্গি ঘাঁটি ধ্বংস করল ভারত। ৯টি জায়গায় ২১ বার মিসাইল হামলা। ২৫ মিনিটেই খেল খতম! সূত্রের খবর, মঙ্গলবার গভীর রাতে রাফাল থেকে স্ক্যাল্প মিসাইল ছুড়ে জঙ্গি ঘাঁটি ধ্বংস করে বায়ুসেনা। প্রত্যাঘাতে ব্যবহার করা হয় হ্যামার স্মার্ট বম্ব। সঙ্গে ছিল 'কামিকাজে ড্রোন'। বুধবার দেশজুড়ে হওয়ার কথা ছিল মক ড্রিল। তার আগে মধ্য়রাতেই, 'অপারেশন সিঁদুর'-এ পাক-জঙ্গিদের ঘাঁটি গুঁড়িয়ে দিল ভারতীয় সেনা।