LIVE UPDATES: দিল্লিতে ফের ঝাড়ু ঝড়, ধরাশায়ী বিজেপি, কংগ্রেসের হাত শূন্য

ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ Last Updated: 11 Feb 2020 10:11 PM
ইস্তফা দিয়ে সুভাষ চোপড়া বললেন, কংগ্রেসের এই ফলের দায় তাঁর। তিনি আরও বলেন, দিল্লিতে এমন রাজনীতি দেখেননি, যেখানে 'আপের বিজ্ঞাপন' দেখে মানুষ তাদের ভোট দিল।
দলের নবনির্বাচিত বিধায়কদের সঙ্গে আগামীকাল নিজের বাড়িতে বৈঠক করবেন কেজরিবাল।
নয়া দিল্লি বিধানসভা কেন্দ্রে জয়ের পর রিটার্নিং অফিসারের থেকে সার্টিফিকেট নিলেন কেজরিবাল।

বিধানসভা ভোটে দলের শোচনীয় ফল, ইস্তফা দিলেন দিল্লি কংগ্রেস সভাপতি সুভাষ চোপড়া।
মোদির ট্যুইটের জবাব দিলেন কেজরিবাল। লিখলেন, ধন্যবাদ স্যর। কেন্দ্রের সঙ্গে হাত মিলিয়ে দিল্লিকে বিশ্বমানের শহর করে তুলতে পারব, আশা রাখি।
দিল্লির ভোটে আপের জয়ের পর কেজরিবালকে ট্যুইটে শুভেচ্ছা রাহুল গাঁধীর।
দিল্লির মসনদ দখলের স্বপ্ন অপূর্ণ থেকে যাওয়ার পর অরবিন্দ কেজরিবালকে অভিনন্দন বিজেপি সভাপতি জে পি নড্ডার। দিল্লির মানুষের রায় তাঁর দল মেনে নিয়েছে বলে জানান নড্ডা। বিজেপি গঠনমূলক বিরোধী দলের ভূমিকা পালন করবে বলেও জানান তিনি। একগুচ্ছ ট্যুইট করেন। একটিতে বলেন, বিজেপির আশা, আপ সরকার দেশের রাজধানীর সার্বিক উন্নয়নের লক্ষ্যে কাজ করবে। বিজেপি কর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেও নড্ডা লেখেন, সব কর্মী ভোটে অক্লান্ত পরিশ্রম করেছেন। দিনরাত ভোটের কাজে ব্যস্ত ছিলেন তাঁরা। সবাইকে হৃদয়ের মর্মস্থল থেকে ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাতে চাই।
নড্ডা দলের সভাপতি হিসাবে হাল ধরার পর দিল্লিই প্রথম রাজ্য যেখানে বিধানসভা নির্বাচনে বিজেপি হারল। তবে বিজেপির কেউ কেউ দলের হারের মধ্যেও বিতর্কিত মন্তব্য করা থেকে বিরত থাকেননি।
দিল্লির ফল নিয়ে তৃণমূলের বেশি উৎসাহিত হওয়ার কারণ নেই, পশ্চিমবঙ্গের মানুষ বিজেপির সঙ্গে আছেন, দাবি দিলীপ ঘোষের
অরবিন্দ কেজরিবাল ও আপকে শুভেচ্ছাবার্তা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। ট্যুইট করলেন, দিল্লির মানুষের আশাআকাঙ্খা পূরণে ওঁরা সফল হোন, সেজন্য শুভ কামনা রইল।
আপ-কে আক্রমণ করে করা ট্যুইটগুলি কি মুছে দেবেন দিল্লির বিজেপি শীর্ষ নেতা মনোজ তিওয়ারি? কী উত্তর দিলেন তিনি?
শাহিন বাগে আজ নীরব প্রতিবাদের ছবি। হাতে প্ল্যাকার্ড, আমরা কোনও রাজনৈতিক দলকে সমর্থন করি না।

দিল্লির কনট প্লেসে হনুমান মন্দিরে পুজো দিলেন অরবিন্দ কেজরিবাল, তাঁর স্ত্রী।

আপের অখিলেশ পতি ত্রিপাঠি জিতলেন মডেল টাউন বিধানসভা কেন্দ্র থেকে। জয়ের ব্যবধান ১১১৩৩।
অরবিন্দ কেজরীবালকে জয়ের শুভেচ্ছা জানালেন ঊর্মিলা মাতণ্ডকর। দিল্লির মানুষ উন্নয়নের জন্য, অগ্রগতির জন্য ভোট দিয়েছেন, লিখেছেন এই প্রাক্তন কংগ্রেস নেত্রী।



পার্টি অফিসে সেলিব্রেশন শেষে বেরোচ্ছেন কেজরীবাল।

আজ অরবিন্দের স্ত্রী সুনীতার জন্মদিন। সেই উপল্ক্ষ্যে আপ দফতরে কেক খাইয়ে পালিত হল জন্মদিন। সুনীতাও বললেন, জন্মদিনে এর থেকে বড় উপহার আর কীই বা হতে পারে!
দারুণ ফলাফলের পর কেজরীবাল বলেন দিল্লিবাসীকে ধন্যবাদ জানিয়ে বললেন, ‘‘এই জয় মানুষের জয়। আপের কাজে ভরসা রেখেই ভোট দিয়েছেন সকলে।’’
ধন্যবাদ ভাষণে একবারের জন্যও বিজেপির নামও মুখে আনেননি কেজরী। বরং তৃতীয়বার আপকে বেছে নেওয়ার জন্য দিল্লির মানুষের কাছেই কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তিনি। বলেছেন ‘‘যাঁরা আমাকে নিজের ছেলে বলে মনে করেন, যাঁরা আমাদের ভোট দিয়েছেন, আজকের এই জয় তাঁদের জয়।’’
ভোটের আগে হনুমানজিকে প্রণাম জানিয়েছিলেন কেজরীবাল। জিতেও বললেন হনুমানজির কথা। তিনি বলেন, দিল্লির মানুষের উপর হনুমানজির আশীর্বাদ রয়েছে। পরবর্তী পাঁচ বছরেও হনুমানজিই রাস্তা দেখাবেন। সারাদেশ যখন ভালবাসার সপ্তাহ উদযাপনে ব্যস্ত ঠিক তখনই তৃতীয়বার জয় পেলেন কেজরীবার। দিল্লিবাসীর উদ্দেশ্যেই বললেন, ‘‘ আই লাভ ইউ’’


• কালকাজি কেন্দ্রে তীব্র প্রতিদ্বন্দ্বিতা শেষে জিতেছেন আতিশি মারলেনাও। বিজেপির ধরমবীর সিংহকে হারিয়ে অরবিন্দ কেজরিবালের বিদায়ী মন্ত্রিসভার শিক্ষামন্ত্রী আতিশি ট্যুইট করেছেন, গত ৫ বছরে আমরা দিল্লির সরকারি স্কুলগুলিকে দেশের সেরা বানানোর আন্তরিক প্রয়াস চালিয়েছি। এবার আমরা কালকাজিকে দিল্লির সবচেয়ে সেরা কেন্দ্রে পরিণত করতে উদ্যোগী হব। আপের ওপর ভরসা করায়, উন্নয়নের রাজনীতির পক্ষে ভোট দেওয়ায় দিল্লির মানুষকে ধন্যবাদ দেন তিনি।
হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর পতপরগঞ্জে জয় পেলেন মণীশ শিসোদিয়া। বেশ কয়েক রাউন্ড জোর টক্কর চলছিল তাঁর সঙ্গে বিজেপি প্রার্থীর। জয়ী ঘোষণার পর উপমুখ্যমন্ত্রী নিজের দল আপের সামগ্রিক বিপুল সাফল্যকে উন্নয়নের জয় আখ্যা দিয়েছেন। দিল্লিবাসী বিজেপির ধর্মীয় লাইনে মানুষকে বিভাজনের কৌশল প্রত্যাখ্যান করেছেন বলেও অভিমত জানান তিনি। তবে শাহিনবাগের প্রতিবাদীদের প্রতি সমর্থনের কারণেই একটা সময় তাঁর পিছিয়ে পড়ে হেরে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছিল কিনা, প্রশ্ন করা হলে বিদায়ী উপমুখ্যমন্ত্রী সরাসরি জবাব এড়িয়ে বলেন, আপের সার্বিক জয় হয়েছে।
৫৪টি আসনে এগিয়ে আপ, ১৫টিতে বিজেপি, ১টিতে এগোল কংগ্রেস।
ওখলায় এগিয়ে গেল বিজেপি, এখানেই পড়ছে শাহিনবাগ।
৫৩টি আসনে এগিয়ে আপ, ১৭টিতে বিজেপি।
পূর্ব দিল্লিতে আপ এগিয়ে ৮টি আসনে, বিজেপি ২টিতে।
আপের ভোট ৫০%, বিজেপির ৪৪%
২৯টি আসনের মধ্যে ৭টিতে প্রথম ও দ্বিতীয়ের ব্যবধান ১০০-র নীচে।
আপের ভোট ৪৮%, বিজেপির ৪৬%
আপ এগিয়ে ৫১টি আসনে, বিজেপি ১৯টিতে।
দিল্লির বাঙালি অধ্যুষিত চিত্তরঞ্জন পার্কের গ্রেটার কৈলাস কেন্দ্রে এগিয়ে আপ।
এগিয়ে রয়েছেন কেজরীবাল, মণীশ শিশোদিয়া।
৭০টি আসনেরই ট্রেন্ড প্রকাশ্যে, আপ এগিয়ে রয়েছে ৫৬টি আসনে, বিজেপি ১৪টিতে।
আপ এগিয়ে ৫৫টি আসনে, বিজেপি ১৩টিতে।
এগিয়ে রয়েছেন আপের রাঘব চাড্ডা, আতিশি মারলেনা।
৬০টি আসনের ট্রেন্ড জানা যাচ্ছে, ৪৭টিতে এগিয়ে আপ, ১৩টিতে বিজেপি।
২০১৫-র তুলনায় ভাল ফল করছে বিজেপি, এখনও খাতা খোলেনি কংগ্রেস।
পিছিয়ে আছেন আপ থেকে বিজেপিতে যাওয়া কপিল মিশ্র, তাজিন্দর সিংহ বাগ্গা, অলকা লাম্বা প্রমুখ।
পোস্টাল গণনায় সংখ্যাগরিষ্ঠতা পেল আপ।
চাঁদনি চকে আপ এগিয়ে ৪টি আসনে, বিজেপি ১টিতে।
পশ্চিম দিল্লিতে আপ এগিয়ে ৩টি আসনে, বিজেপি ১টিতে।
দক্ষিণ দিল্লির ২টি আসনে এগিয়ে আম আদমি পার্টি।
কংগ্রেস, অন্যান্যরা এখনও খাতা খুলতে পারেনি।
আপ এগিয়ে ১০টি আসনে, বিজেপি ৫টিতে।
৭০ আসনের বিধানসভায় ২৬টি আসনের প্রাথমিক আভাস সামনে এসেছে, দেখা যাচ্ছে, অনেক এগিয়ে আপ।
সকাল ৮টা থেকে শুরু হবে ভোটগণনা।

প্রেক্ষাপট

নয়াদিল্লি: সকাল ৮টা থেকে দিল্লি বিধানসভা ভোটের ফল ঘোষণা। দিল্লির তখত কার? আবারও আম আদমি পার্টি (আপ)-র সরকার? নাকি চমক দেখাবে বিজেপি? এই প্রশ্নের উত্তর মিলবে আর কিছুক্ষণের মধ্যেই। বুথফেরত সমীক্ষাগুলি অবশ্য এগিয়ে রেখেছে অরবিন্দ কেজরিবালের দলকেই। সি ভোটারের সমীক্ষায় ইঙ্গিত, ৭০টি আসনের দিল্লি বিধানসভায় আপ ৫৮ টি আসনে জয়ী হতে পারে।
মাত্র ১০টি টি আসন পেতে পারে বিজেপি। কংগ্রেস ২টি আসন পেতে পারে বলে সি ভোটারের বুথ ফেরত সমীক্ষায় ইঙ্গিত। আজ তক-অ্যাক্সিস মাই ইন্ডিয়ার বুথ ফেরত সমীক্ষায় ইঙ্গিত, আপ একাই পেতে পারে ৬৩টি আসন, বিজেপি মাত্র সাতটি আসন পেতে পারে। কংগ্রেসকে ফের একবার খালি হাতে ফিরতে হতে পারে। টিভি৯-সিসেরো বুথ ফেরত সমীক্ষায় ইঙ্গিত কেজরিবালের দল পেতে পারে ৫৮টি আসন, বিজেপি পেতে পারে ১১টি আসন, কংগ্রেস মাত্র ১টি আসন পেতে পারে। টাইমস নাও-আইপিএসওএস’র সমীক্ষায় ইঙ্গিত, আপ একাই ৪৭টি আসন পেতে পারে, বিজেপি পেতে পারে ২৩ টি আসন। কংগ্রেসের ঝুলি এবারও শূন্যই থাকতে পারে।
নিউজ এক্স-পোলস্ট্র্যাট বুথ ফেরত সমীক্ষার ফল অনুযায়ী, ৫৫টি আসনে জিতে কেজরিবালের পার্টিই আবার দিল্লির ক্ষমতায় ফিরতে পারে। ১৪ টি আসন যেতে পারে বিজেপির ঝুলিতে। কংগ্রেস ১টি আসতে পেরে পারে বলে সমীক্ষায় ইঙ্গিত।

বুথফেরত সমীক্ষার এই আভাস দেখেই আত্মবিশ্বাসে ফুটছে আপ শিবির। দলের এমপি সঞ্জয় সিংহ ২০১৫-র রেকর্ড ভেঙে যাবে বলে ভবিষ্যদ্বাণী করে বলেছেন, এবার কাজের ভিত্তিতে ভোট হয়েছে, আর কতদিন নকল ইস্যুতে ভোট হবে?

দিল্লির লড়াইয়ে রয়েছে কংগ্রেসও! কিন্তু, অবাক করা বিষয় হল, তারাও আবার ফল বেরোনোর আগেই কেজরিবালের জয়ই দেখছে!
বিজেপি অবশ্য দাবি করছে, দিল্লিতে এবার সরকার গড়তে চলেছে তারাই। দিল্লি বিজেপির সভাপতি মনোজ তিওয়ারির দাবি, এক্সিট পোলের পূর্বাভাস ব্যর্থ প্রমাণিত হবে। আমাদের টিম যে সার্ভে করেছে, তার ভিত্তিতেই বলছি এক্সিট পোল মিলবে না, ১১ তারিখ ৪৮ আসনে জিতে আমরাই ক্ষমতায় আসব।
এর মধ্যে আবার ভোটের পর আরেকটি বিষয় নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। দিল্লিতে শনিবার ভোট হলেও জাতীয় নির্বাচন কমিশন ভোটদানের চূড়ান্ত হার জানায় ২৪ ঘণ্টার পর রবিবার সন্ধেয়। এনিয়েই সরব হয়েছে আপ এবং কংগ্রেস। এমনকী, এই সময়ের মধ্যে ইভিএম কারচুপি হয়েছে কিনা, সেই প্রশ্নও তুলেছে কেজরিওয়ালের দল। সঞ্জয় সিংহ বলেন, আমাকে প্রশ্ন করতে হল কেন? ব্যালটে দু’ঘণ্টায় জানা যেত। ৭০টা আসনের জন্য একদিন কেন?

এনিয়ে এদিন সরব হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়ও। তিনি বলেছেন, লোকসভা ভোটের পরও অনেক বুথের রেজাল্ট দেয়নি। মহুয়া মৈত্র কেস করেন।

বিজেপি অবশ্য এসব অভিযোগে কোনও গুরুত্ব দিচ্ছে না। দলের গোরক্ষপুরের এমপি রবি কিষণের কটাক্ষ, জিতলে ইভিএম ভাল, হারলে খারাপ। অভিযোগ তোলাটা ফ্যাশন হয়ে গেছে।


- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.