LIVE UPDATES: দিল্লিতে ফের ঝাড়ু ঝড়, ধরাশায়ী বিজেপি, কংগ্রেসের হাত শূন্য

ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ Last Updated: 11 Feb 2020 10:11 PM

প্রেক্ষাপট

নয়াদিল্লি: সকাল ৮টা থেকে দিল্লি বিধানসভা ভোটের ফল ঘোষণা। দিল্লির তখত কার? আবারও আম আদমি পার্টি (আপ)-র সরকার? নাকি চমক দেখাবে বিজেপি? এই প্রশ্নের উত্তর মিলবে আর কিছুক্ষণের মধ্যেই। বুথফেরত...More

ইস্তফা দিয়ে সুভাষ চোপড়া বললেন, কংগ্রেসের এই ফলের দায় তাঁর। তিনি আরও বলেন, দিল্লিতে এমন রাজনীতি দেখেননি, যেখানে 'আপের বিজ্ঞাপন' দেখে মানুষ তাদের ভোট দিল।