সন্দীপ সরকার, কলকাতা: সুদূর আমেরিকায় উদ্বোধন হল ‘লিভার ফাউন্ডেশন’-এর শাখা সংগঠনের। প্রবাসী ভারতীয়দের তৈরি ‘ফ্রেন্ডস অফ লিভার ফাউন্ডেশন, ওয়েস্ট বেঙ্গল’-কে সেবা প্রতিষ্ঠান হিসাবে স্বীকৃতি দিল মার্কিন প্রশাসন। ভার্চুয়াল মাধ্যমে নতুন সংস্থার উদ্বোধন করেন নোবেলজয়ী অর্থনীতিবিদ এস্টার ডাফলো।


রাজ্যের গণ্ডি ছাড়িয়ে এবার বিশ্বের দরবারে ‘লিভার ফাউন্ডেশন’। মার্কিন যুক্তরাষ্ট্রে সেবা প্রতিষ্ঠান হিসাবে স্বীকৃতি পেল এই সংস্থা। মার্কিন মুলুকে শাখা সংগঠনের নাম ‘ফ্রেন্ডস অফ লিভার ফাউন্ডেশন, ওয়েস্ট বেঙ্গল’। রবিবার ভার্চুয়াল মাধ্যমে সেই শাখার উদ্বোধন করেন নোবেলজয়ী অর্থনীতিবিদ অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী তথা নোবেল লরিয়েট এস্টার ডাফলো।


নোবেলজয়ী অর্থনীতিবিদ এস্টার ডাফলো বলেন, লিভার ফাউন্ডেশনের সঙ্গে বিশিষ্ট চিকিৎসকরা জড়িত রয়েছেন। যাঁরা পশ্চিমবঙ্গে আর্থিকভাবে পিছিয়ে পড়া মানুষদের চিকিৎসার ক্ষেত্রে সেরা পরিবেশ দিতে চান। হাসপাতাল চালানো ছাড়াও একাধিক সামাজিক প্রকল্পের সঙ্গেও যুক্ত রয়েছে লিভার ফাউন্ডেশন।


লিভার ফাউন্ডেশনের চিকিৎসক তথা প্রতিষ্ঠাতা সদস্য অভিজিৎ চৌধুরী বলেন, আমাদের দায়িত্ব অনেক বাড়িয়ে দিল। মূলত দানের উপর আমাদের প্রতিষ্ঠান চলে। মার্কিন যুক্তরাষ্ট্র পা রাখা মানে আরও অনেক মানুষকে পরিষেবা দিতে পারব। অনেকে বলেছিলেন কোনও বিনিয়োগ ছাড়া আমরা কিছু করতে পারব না। কিন্তু আমরা করে দেখিয়েছি। আমেরিকায় তে পা রেখে আমাদের কাছে নতুন দিগন্ত খুলে গেল।


উল্লেখ্য, ২০০৬ সালে বাংলায় পথ চলা শুরু করে ‘লিভার ফাউন্ডেশন’। কয়েক বছর আগে আর্থিক ভাবে পিছিয়ে পড়া মানুষের চিকিৎসার জন্য দক্ষিণ ২৪ পরগনার সোনারপুরে ‘ইন্ডিয়ান ইন্সটিটিউট অফ লিভার অ্যান্ড ডাইজেস্টটিভ সায়েন্সেস’ নামে একটি হাসপাতাল তৈরি করে এই সংস্থা।  সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রে কয়েকজন প্রবাসী ভারতীয়র উদ্যোগে তৈরি হয় ‘ফ্রেন্ডস অফ লিভার ফাউন্ডেশন, ওয়েস্ট বেঙ্গল’। এই সংস্থাকেই স্বীকৃতি দিয়েছে মার্কিন প্রশাসন।