Robbery at Louvre Museum: লুভ্র মিউজিয়াম থেকে লুঠ নেপোলিয়নের গয়না, সিনেমার কায়দায় মাত্র ৭ মিনিটে রুদ্ধশ্বাস ডাকাতি
Louvre Museum Robbery: লুভ্র মিউজিয়ামে এমন রুদ্ধশ্বাস ডাকাতির ঘটনায় সাড়া পড়ে গিয়েছে।

নয়াদিল্লি: একেবারে সিনেমার কায়দায় ডাকাতি ঐতিহাসিক লুভ্র মিউজিয়ামে। লোহার করাত নিয়ে ঢুকে মাত্র ৭ মিনিটের মধ্যে মহা মূল্যবান গয়না লুঠ করে নিয়ে গেল ডাকাতদল। বিষয়টি সামনে আসতেই শোরগোল পড়ে গিয়েছে। পৃথিবীর সবচেয়ে মূল্যবান শিল্পকর্ম যে মিউজিয়ামে রক্ষিত, সেখানে এমন ঘটনা ঘটল কী করে, উঠছে প্রশ্ন। (Robbery at Louvre Museum)
লুভ্র মিউজিয়ামে এমন রুদ্ধশ্বাস ডাকাতির ঘটনায় সাড়া পড়ে গিয়েছে। ফ্রান্সের সময় অনুযায়ী রবিবার সকালে এই ঘটনা ঘটেছে। সকাল ৯.৩০ থেকে ৯.৪০-এর মধ্যে গয়না হাতিয়ে মিউজিয়াম চত্বর থেকেই বেরিয়ে যায় ডাকাতদল। আর গয়না হাতিয়ে বেরিয়ে আসতে সময় নেয় আরও কম, মাত্র ৭ মিনিট। (Louvre Museum Robbery)
ফ্রান্সের অভ্যন্তরীণ বিষয়ক মন্ত্রী লরাঁ নুনিয়েজ এই তথ্য় দিয়েছেন। তিনি জানিয়েছেন, স্কুটারে চেপে মিউজিয়ামে পৌঁছয় ডাকাতদল। এর পর হাইড্রলিক মইয়ের সাহায্য়ে ভিতরে ঢোক। মাত্র ৭ মিনিটের মধ্যে মহা মূল্যবান গয়না হাতিয়ে চম্পট দেয়।
তিন জন মিলে এই ডাকাতি চালায় বলেও জানিয়েছেন লরাঁ। Gallerie d’Appollon থেকে গয়না লুঠ করা হয়েছে। যেভাবে গোটা ঘটনা ঘটানো হয়েছে, তা পূর্ব পরিকল্পনা ছাড়া সম্ভব নয় বলে মনে করা হচ্ছে। লোহার যে করাত নিয়ে এসেছিল ডাকাতরা, তা দিয়ে কাচ কেটে গহনা বের করা হয় বলে জানিয়েছেন লরাঁ।
ফরাসি সংবাদমাধ্যম Le Parisien জানিয়েছে, নেপোলিয়ন এবং তাঁর প্রথন স্ত্রী জোসেফিনের গয়নার সংগ্রহ থেকে মোট ৯টি গয়না চুরি গিয়েছে। তার মধ্যে একটি গয়না মিউজিয়ামের বাইরে থেকে উদ্ধার হয়েছে। ডাকাতরা পালানোর সময় সেটি পড়ে গিয়ে থাকবে বলে মনে করা হচ্ছে। নদীর দিকে মিউজিয়ামের একটি অংশে নির্মাণকার্য চলছিল। সেখান দিয়েই ডাকাতরা ভিতরে ঢোকে বলে অনুমান। জানলার কাচ কেটে ভিতরে প্রবেশ করে। যে গয়নাটি মিউজিয়ামের বাইরে থেকে উদ্ধার করা হয়েছে, সেটি রাজবধূ ইউজিনির মুকুটের অংশ ছিল। নেপোলিয়নের ভ্রাতুষ্পুত্রের স্ত্রী ছিলেন ইউজিনি।
প্যারিস সেন্টারের মেয়র এরিয়েল উইল জানিয়েছেন, তিনি এই ঘটনায় স্তম্ভিত। লুভ্র মিউজিয়ামে এমন ঘটনা ঘটতে পারে বলেও ভাবতে পারছেন না তিনি। তাঁর কথায়, “আশ্চর্যজনক ঘটনা…সিনেমার চিত্রনাট্যের চেয়ে কম নয়। লুভ্রে এভাবে ঢোকা যেতে পারে ভাবতেও পারছি না। মিউজিয়াম বন্ধ হয়ে যাওয়ায় সমস্যা হচ্ছে।” ডাকাতদের এখনও শনাক্ত করা যায়নি বলে খবর।






















