Madagascar Coup: Gen Z বিপ্লবে ফের ওলটপালট সব, দেশের দখল নিল সেনা, পালালেন প্রেসিডেন্ট, এবার মাদাগাস্কার
Madagascar Gen G Protests: মঙ্গলবার সরকারি ভাবে দেশের দখল নেওয়ার কথা ঘোষণা করল মাদাগাস্কার সেনা।

নয়াদিল্লি: একদিকে দু’-দু’টি যুদ্ধ, অন্য দিকে, তরুণ প্রজন্মের বিপ্লব, ক্ষমতাশালীদের পতন। ২০২৪ সালের পর ২০২৫-এও সেই ধারা অব্যাহত। ২০২৪ সালে ছাত্র আন্দোলনের জেরে বাংলাদেশে শেখ হাসিনা সরকারের পতন ঘটেছিল। ২০২৫ সালে প্রথমে নেপালে কেপি ওলি শর্মার সরকারের পতন ঘটে। বছর শেষ হওয়ার আগে, এবার পতন ঘটল মাদাগাস্কার সরকারের। সেখানে দেশের দখল নিল সেনা। প্রেসিডেন্ট Andry Rajeolina দেশ ছেড়ে পালিয়ে গিয়েছেন বলে খবর। (Madagascar Coup)
মঙ্গলবার সরকারি ভাবে দেশের দখল নেওয়ার কথা ঘোষণা করল মাদাগাস্কার সেনা। সরকার বিরোধী আন্দোলনের জেরে বিগত কয়েক দিন ধরেই পরিস্থিতি অগ্নিগর্ভ হয়ে উঠেছিল ভারচ মহাসাগরের বুকে অবস্থিত দেশটির। এমন রাজনৈতিক সঙ্কট আগে দেখা যায়নি লেখানে। প্রেসিডেন্ট Andry Rajeolina-র পদত্যাগের দাবিতে রাস্তায় নেমেছিলেন হাজার হাজার মানুষ। প্রাণহানি হতে পারে ভেবে অজ্ঞাত স্থানে আগেই আশ্রয় নিয়েছিলেন প্রেসিডেন্ট। শেষ পর্যন্ত তিনি দেশ ছেড়েছেন বলে জানা গেল। (Madagascar Gen G Protests)
এখনও পর্যন্ত প্রাপ্ত খবর অনুযায়ী, মাদাগাস্কারের থেকে প্রেসিডেন্ট Andry Rajeolina-কে উদ্ধার করেছে ফ্রান্স। ফ্রান্সের সেনার বিমানে দেশ ছেড়েছেন তিনি। সেই অবস্থায় দেশের শাসনভার গ্রহণ করেছে সেনা। Gen Z আন্দোলনের শুরু থেকেই দেশের মানুষের পাশে দাঁড়ায় মাদাগাস্কার সেনা। এমনকি আন্দোলনকারীদের উপর লাঠিচার্জ, গুলি চালানোর নির্দেশও পালন করতে রাজি হয়নি তারা।
মঙ্গলবার দেশের শাসনভার হাতে নিয়ে মাদাগাস্কার সেনার কর্নেল Michael Randrianirina রেডিওবার্তা পাঠান দেশবাসীকে। তিনি বলেন, “সংসদে ইমপিচমেন্টের পক্ষে ভোট পড়ায় দেশ ছেড়েছেন প্রেসিডেন্ট। আমরা ক্ষমতা হাতে নিয়েছি।” কর্নেল Michael Randrianirina জানান, সমস্ত সরকারি প্রতিষ্ঠান ভেঙে দিচ্ছে মাদাগাস্কার সেনা। শুধুমাত্র সংসদের নিম্নকক্ষটি থাকবে, যারা প্রেসিডেন্টকে ইমপিচ করার পক্ষে ভোট দেয়। আপাতত সেনার আধিকারিকদের নিয়ে একটি কাউন্সিল গঠন করা হবে, তারাই পরবর্তী প্রধানমন্ত্রী নিয়োগ করবে। নাগরিক সরকার প্রতিষ্ঠািত হবে দেশে।
Soldiers in Madagascar rejected an order to shoot protestors, they joined them, escorted them while protecting them from any harm and they marched together protesting pic.twitter.com/gHv385nv74
— African Hub (@AfricanHub_) October 13, 2025
কিন্তু পরিস্থিতি এমন হল কী করে? গত তিন সপ্তাহ ধরে মাদাগাস্কারের Gen Z নাগরিকরা আন্দোলন চালিয়ে যাচ্ছিলেন। জলসঙ্কট, বিদ্যুৎসঙ্কট নিয়ে প্রথমে রাস্তায় নামেন আন্দোলনকারীরা। পরবর্তীতে হাজার হাজার মানুষ রাস্তায় নামতে শুরু করেন। সরকারি দুর্নীতি, অব্যবস্থা, দারিদ্র নিয়ে সরকারের বিরুদ্ধে সরব হন সকলে। ১৯৬০ সালে ফ্রান্সের হাত থেকে স্বাধীনতাপ্রাপ্তির পর সাম্প্রতিক সময়ে সবচেয়ে দুর্দশার মুখোমুখি হয় মাদাগাস্কার। দেশের ৩ কোটি নাগরিক চরম দারিদ্রে দিন কাটাচ্ছেন। দেশের GDP তলানিতে এসে ঠেকে। দেশের শিক্ষাব্যবস্থার অবস্থাও তথৈবচ। অথচ নেতা-মন্ত্রীদের বিলাসিতায় খামতি নেই কেন, প্রশ্ন তোলেন আন্দোলনকারীরা।
Madagascar's President Andry Rajoelina has been flown out of the country in a French military plane, after an elite army unit defected to join thousands of protesters demonstrating against corruption and poverty https://t.co/pt4nyuBlp7 pic.twitter.com/lv2KPVzYc1
— Reuters (@Reuters) October 13, 2025
এমতাবস্থায় আন্দোলনকারীদের শক্তি বৃদ্ধি করে CAPSAT. CAPSAT মাদাগাস্কার সেনার এলিট বাহিনী। ২০০৯ সালে অভ্যুত্থান ঘটিয়ে তারাই Andry Rajeolina-কে ক্ষমতা দখলে সাহায্য় করেছিল। সপ্তাহান্তে তারাও আন্দোলনে শামিল হয়। জানা গিয়েছে, Andry Rajeolina যেনতেন প্রকারে ইমপিচমেন্ট এড়ানোর চেষ্টা করছিলেন। সংসদ ভেঙে দিতে উদ্যত হয়েছিলেন তিনি। কিন্তু সেনা, নিরাপত্তা বাহিনী তাঁর বিরুদ্ধে চলে যায়। আন্দোলনকারীদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করতে অসম্মত হয় তারা। পরিস্থিতি বেগতিক বুঝেই দেশ ছাড়ার সিদ্ধান্ত নেন তিনি।






















