মুম্বই: এক দো তিন এখনও হিন্দি ছবির ল্য়ান্ডমার্ক নাচ হিসেবে চিহ্নিত। এই নাচই মাধুরী দীক্ষিতকে বলিউড ডিভার আসন দেয়। টুইটারে অনুরাগীদের সঙ্গে কথোপকথনে মাধুরী জানালেন সে ব্যাপারে নানা তথ্য।

মাধুরী জানিয়েছেন,  ১০০০ প্রকৃত দর্শকের সামনে তাঁকে এক দো তিন নাচতে হয়েছিল। টুইট করে তিনি জানিয়েছেন, তেজাব ছবির ওই গান তাঁর কাছে এখনও অত্যন্ত স্পেশাল।


তাঁর হুকস্টেপ সে সময় দারুণ জনপ্রিয় হয়। এমনকী সিনেমাহলে ছবিটি শুরু হওয়ার আগে লোকে এক দো তিন দেখতে চাইত। তারপর পর্দায় ছুঁড়ে দিত টাকা। সবাই তাঁকে ডাকত ছবির নাম মোহিনী বলে।


গানটি অত জনপ্রিয় হবে ধারণা ছিল আপনার? মাধুরী জানিয়েছেন, আগে বুঝতে পারেননি। তবে গানটি সুপার ডুপারহিট হওয়ায় দারুণ আনন্দ হয়েছিল।


১৯৮৮-তে মুক্তি পাওয়া তেজাব মাধুরীর প্রথম হিট ছবি। তাঁর বিপরীতে ছিলেন অনিল কপূর, প্রযোজনা, পরিচালনা করেন এন চন্দ্রা। সুর দিয়েছিলেন লক্ষ্মীকান্ত-প্যারেলাল,  এক দো তিন-এর সুরও তাঁদের দেওয়া।