এক্সপ্লোর
Bhopal News: আলোর উৎসবে অন্ধকার, মধ্যপ্রদেশে কার্বাইড গানে শিশু, প্রবীণ-সহ শতাধিক জনের চোখ নষ্টের আশঙ্কা ! আক্রান্তের সংখ্যা ছাড়াতে পারে ২০০
Madhya Pradesh Bhopal Carbide Gun Accident: পাইপে কার্বাইড ও জল দিয়ে গ্যাস লাইটার জ্বালাতেই ফুলকি, বিস্ফোরণ। নিষিদ্ধ এই খেলনা কার্বাইড গানেই চোখ নষ্টের উপক্রম বহু মানুষের।

আলোর উৎসবে অন্ধকার, মধ্যপ্রদেশে কার্বাইড গানে শিশু, প্রবীণ-সহ শতাধিক জনের চোখ নষ্টের আশঙ্কা ! আক্রান্তের সংখ্যা ছাড়াতে পারে ২০০
Source : ABP ANANDA
নয়াদিল্লি: আলোর উৎসবে অন্ধকার, মধ্যপ্রদেশে কার্বাইড গানে শতাধিক মানুষের চোখ নষ্টের আশঙ্কা । শিশু, প্রবীণ-সহ প্রায় ১২৫ জনের চোখে সমস্যা, আক্রান্তের সংখ্যা ২০০ ছাড়াতে পারে । ভোপাল-সহ একাধিক শহরে বহু মানুষের দৃষ্টিশক্তির সমস্যা । কার্বাইড গান ফাটানোর জেরে চোখের সমস্যা নিয়ে হাসপাতালে বাড়ছে রোগীর ভিড়। গোয়ালিয়র, ইন্দৌর, সাগর-সহ বিভিন্ন শহরে লাফিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা । পাইপে কার্বাইড ও জল দিয়ে গ্যাস লাইটার জ্বালাতেই ফুলকি, বিস্ফোরণ। নিষিদ্ধ এই খেলনা কার্বাইড গানেই চোখ নষ্টের উপক্রম বহু মানুষের।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















