Madhya Pradesh News: বিষাক্ত কাফ সিরাপে ২৩ শিশুর মৃত্যু, শিশি পিছু কত কমিশন পেতেন ধৃত চিকিৎসক? জানতে পেরে তাজ্জব সকলে
Cough Syrup Deaths: বিষাক্ত কাফ সিরাপে মধ্যপ্রদেশে এখনও পর্যন্ত ২৩ শিশুর মৃত্যুর খবর মিলেছে।

ভোপাল: বিষাক্ত কাফ সিরাপে পর পর শিশুমৃত্য়ু। সেই দায় ঠেলাঠেলি, রাজনৈতিক তরজা চলছেই। আর এসবের মধ্যেই চাঞ্চল্যকর তথ্য সামনে এল। জানা গেল, বিষাক্ত ওই কাফ সিরাপের উপর কমিশন পেতেন ধৃত চিকিৎসক। প্রত্যেক বোতল পিছু ২.৫৪ টাকা কমিশন পেতেন তিনি। (Cough Syrup Deaths)
বিষাক্ত কাফ সিরাপে মধ্যপ্রদেশে এখনও পর্যন্ত ২৩ শিশুর মৃত্যুর খবর মিলেছে। ২৩ জন শিশুর মধ্যে অধিকাংশকেই ওই বিষাক্ত কাফ সিরাফ লিখে দেন চিকিৎসক প্রবীণ সোনি। ওই কাফ সিরাপের প্রতি বোতল পিছু ১০ শতাংশ কমিশন পেতেন তিনি, যা ২.৫৪ টাকা। আর বিষয়টি সামনে আসতেই প্রশ্ন উঠছে, একরত্তি শিশুদের জীবনের মূল্য কি এই? (Madhya Pradesh News)
চিকিৎসক প্রবীণ সোনি যে কাফ সিরাপের উপর ১০ শতাংশ কমিশন নিতেন, তা জেলা আদালেত তুলে ধরে পুলিশ। তারা জানায়, ওষুধ সংস্থার কাছ থেকে কমিশন নেওয়ার কথা মেনেও নিয়েছেন চিকিৎসক। শুধু তিনিই নন, অন্য চিকিৎসকরাও কমিশন পেতেন। এমনকি শিশুদের শারীরিক সমস্যা হচ্ছে দেখেও প্রেসক্রিপশনে ওই কাফ সিরাপ লিখতেন তাঁরা।
মধ্যপ্রদেশে একটি সরকারি স্বাস্থ্যকেন্দ্রে কর্মরত ছিলেন চিকিৎসক প্রবীণ সোনি। চার বছর অনূর্ধ্ব শিশুদের ফিক্সড ডোজ কম্বিনেশনের ওষুধ নিষিদ্ধ করা হলেও, তিনি Coldrif কাফ সিরাপ প্রেসক্রাইব করছিলেন বলে জানা গিয়েছে। Coldrif কাফ সিরাপটি তৈরি করে তামিলনাড়ুর Sresan Pharmaceuticals. ওই কাফ সিরাপে বিষাক্ত Diethylene Glycol রয়েছে, যা অতিরিক্ত হলে কিডনি ফেলিওর হয়।
তদন্তে জানা গিয়েছে, ঝুঁকির কথা জেনেই শিশুদের ওই কাফ সিরাপ লিখে যাচ্ছিলেন প্রবীণ সোনি। যে ২৩ জন শিশু মারা গিয়েছে, তাদের অধিকাংশকে তিনিই ওই কাফ সিরাপ প্রেসক্রাইব করেন। প্রবীণ সোনির পাশাপাশি, Sresan Pharmaceuticals-এর মালিক রঙ্গনাথনও পুলিশি হেফাজতে রয়েছেন। তামিলনাড়ু সরকার ওই সংস্থার ঝাঁপ বন্ধের নির্দেশ দিয়েছে। এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তরফে তল্লাশিও চালানো হয়।
কাফ সিরাপ পিছু প্রবীণ সোনি কমিশন নিতেন বলে পুলিশ যদিও দাবি করছে, তাঁর আইনজীবী পবন শুক্ল পুলিশের এই দাবি খারিজ করে দিয়েছেন। তাঁর দাবি, পুলিশল বানানো গল্প শোনাচ্ছে। ১০ শতাংশ কমিশনের কথা সর্বৈব মিথ্যে। এই দাবির আইনি গুরুত্ব নেই। কিন্তু পুলিশের দাবি, প্রবীণ সোনির স্ত্রী এবং আত্মীয় যে ওষুধের দোকান চালান, সেখানেও ওই কাফ সিরাপ বিক্রি হয়।
তবে মধ্যপ্রদেশে ওষুধ সংস্থা এবং চিকিৎসকদের মধ্যে বোঝাপড়ার এমন অভিযোগ এই প্রথম নয়। প্রায় এক দশক আগে, মধ্যপ্রদেশ মেডিক্যাল কাউন্সিলের ২০ জন বিশিষ্ট চিকিৎসকের বিরুদ্ধে মারাত্মক অভিযোগ ওঠে। জানা যায়, ওষুধ সংস্থার টাকায় পরিবার নিয়ে ইতালি বেড়াতে যান তাঁরা, বিলাসিতা করেন। ফিরে এসে ওই সংস্থার ওষুধই প্রেসক্রাইব করেন রোগীদের।























