রাজগড় : ভয়ঙ্কর ! যুবকের প্যান্টের পকেটে থাকা মোবাইলের বিস্ফোরণ ! দুর্ঘটনায় প্রাইভেট পার্টে গুরুতর আঘাত পান যুবক । মধ্যপ্রদেশের রাজগড় জেলার সারাংপুর এলাকার ঘটনা।
পুলিশ সূত্রের খবর, পেশায় ফুচকাওয়ালা ১৯ বছরের ওই যুবক। মঙ্গলবার বাজার থেকে সবজি কিনে বাইরে বাড়ি ফিরছিলেন তিনি। সেই সময় তাঁর পকেটে থাকা মোবাইলটি ফেটে যায়। নেনওয়াডা গ্রামে টোল ট্যাক্সের কাছে ঘটনাটি ঘটে। এই বিস্ফোরণের সঙ্গে সঙ্গে বাইকের নিয়ন্ত্রণ হারিয়ে তিনি পড়ে যান। ফলে, তাঁর মাথায়ও আঘাত লাগে। পাশ দিয়ে পেরিয়ে যাওয়া অন্যান্যরা সঙ্গে সঙ্গে তাঁর কাছে ছুটে যান। তাঁকে স্থানীয় সারংপুর সিভিল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে তাঁর বিশেষ চিকিৎসার জন্য অন্য হাসপাতালে স্থানান্তরিত করা হয়।
সেকেন্ড-হ্যান্ড মোবাইল ফোন
পরিবার জানিয়েছে, অরবিন্দ নামে ওই যুবক বহু কষ্টে টাকা জমিয়ে একটি মোবাইল ফোন কিনেছিলেন। কয়েকদিন আগেই একটি নামী সংস্থার সেকেন্ড মোবাইলটি কিনেছিলেন তিনি। সারংপুর চিকিৎসক নয়ন নাগরের মতে, মোবাইল বিস্ফোরণের কারণে ওই যুবক অণ্ডকোষে আঘাত পেয়েছেন। যদিও এই মুহূর্তে তিনি বিপন্মুক্ত। তবে, তাঁর চিকিৎসা চলছে।
ঘটনাটি নিয়ে অবশ্য কোনও লিখিত অভিযোগ পাননি বলে জানিয়েছেন সারংপুর থানার ইন-চার্জ শকুন্তলা বামানিয়া। তবে, অভিযোগ পেলে তদন্ত করে দেখা হবে।
কেন ফাটল মোবাইল ফোনটি ?
বিশেষজ্ঞদের মতে, বিভিন্ন কারণে মোবাইলটি ফেটে থাকতে পারে। মূল কারণ হতে পারে, অতিরিক্ত গরম হয়ে যাওয়া। যার জেরে ব্যাটারি অতি গরম হয়ে যায় এবং ফেটে যায়। এর পাশাপাশি অসঙ্গত চার্জার ব্যবহার, অতিরিক্ত চার্জিং এবং ম্যানুফ্যাকচারিং ত্রুটিও মোবাইল ফোন বিস্ফোরণের কারণ হতে পারে।
ফোনের তাপমাত্রা কত হওয়া উচিত?
ফোন কোম্পানিগুলি বলে যে ফোনটি চার্জ করার সময় বা ব্যবহার করার সময় চারপাশের তাপমাত্রা 0-35 ডিগ্রির মধ্যে থাকা উচিত। বেশি তাপমাত্রা এটিকে গরম করতে পারে, এমনকি বিস্ফোরণ ঘটাতে পারে। তাই আপনার ফোন যদি খুব বেশি গরম হয়ে যায়, তাহলে চেষ্টা করুন ঠান্ডা জায়গায় নিয়ে আসার। আজকাল স্মার্টফোন অতিরিক্ত গরম হলেই সতর্কবার্তা দেওয়া শুরু করে। এই ফোনগুলি তাপমাত্রা কমাতে স্বয়ংক্রিয়ভাবে অনেকগুলি বৈশিষ্ট্যও বন্ধ করে দেয়।
ফোন অতিরিক্ত গরম হলে কী করবেন?
প্রথমত, গরম জিনিস থেকে দূরে রাখুন। ফোন চার্জ করলে বালিশের নিচে রাখবেন না। এতে তাপমাত্রা আরও বাড়তে পারে। ফোনটি বেশি গরম হলে, এটিকে একটি সমতল, ঠান্ডা এবং খোলা জায়গায় রেখে দিন। কিছুক্ষণ পর এর তাপমাত্রা কমবে।
ফোন বন্ধ করুন
ফোন অতিরিক্ত গরম হলে কিছু সময়ের জন্য বন্ধ করে দিন। এটি বন্ধ করলে এটি তাদের দ্রুত ঠান্ডা হতে সাহায্য করবে। প্রয়োজন না হলে ফোন বেশিক্ষণ বন্ধ রাখুন।