২০১৩ র পর ২০২৫। প্রয়াগরাজে শুরু হল মহাকুম্ভ মেলা। সোমবার পৌষ পূর্ণিমায় প্রথমদিন লক্ষ লক্ষ ভক্ত করলেন পুণ্যস্নান । সকাল থেকে স্নান করেছেন প্রায় ৬০ লক্ষ মানুষ। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে প্রয়াগরাজ জুড়ে আজ নিরাপত্তার কড়াকড়ি চরমে। সারাদেশের বিভিন্ন জেলা থেকে থেকে মহা কুম্ভে এসেছেন অসংখ্য পুণ্যার্থী। মকর সংক্রান্তি উপলক্ষ্যে শাহি স্নান করছেন বহু মানুষ । ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে কুম্ভ মেলা। কিন্তু আজ ও কাল , ১৩ ও ১৪ জানুয়ারি শাহি স্নানের সবথেকে পুণ্যের সময়।
হিন্দু ক্যালেন্ডার অনুসারে, সোমবার, ১৩ জানুয়ারি, পৌষ পূর্ণিমা তিথিতে স্নান করবেন অনেকেই। ১৪ ও ১৫ জানুয়ারিও মকর সংক্রান্তি স্নানের ভাল সময় রয়েছে। আগামী ২৯ জানুয়ারি মৌনী অমাবস্যার দিনটিও রাজকীয় স্নান বা শাহি স্নানের উপযুক্ত সময়। ৩ ফেব্রুয়ারি বসন্ত পঞ্চমীতেও অনেকে রাজকীয় স্নান বা শাহি স্নান করবেন। আবার ১২ ফেব্রুয়ারি মাঘী পূর্ণিমাও স্নানের ভাল তিথি। তারপর শেষমেষ ২৬ ফেব্রুয়ারি মহা শিবরাত্রি স্নানও খুব গুরুত্বপূর্ণ। কারণ ওই দিনই কুম্ভ মেসার পরিসমাপ্তি।
হিন্দু ক্যালেন্ডার অনুসারে, সোমবার, ১৩ জানুয়ারি, পৌষ পূর্ণিমা তিথিতে স্নান করবেন অনেকেই। ১৪ ও ১৫ জানুয়ারিও মকর সংক্রান্তি স্নানের ভাল সময় রয়েছে। আগামী ২৯ জানুয়ারি মৌনী অমাবস্যার দিনটিও রাজকীয় স্নান বা শাহি স্নানের উপযুক্ত সময়। ৩ ফেব্রুয়ারি বসন্ত পঞ্চমীতেও অনেকে রাজকীয় স্নান বা শাহি স্নান করবেন। আবার ১২ ফেব্রুয়ারি মাঘী পূর্ণিমাও স্নানের ভাল তিথি। তারপর শেষমেষ ২৬ ফেব্রুয়ারি মহা শিবরাত্রি স্নানও খুব গুরুত্বপূর্ণ। কারণ ওই দিনই কুম্ভ মেসার পরিসমাপ্তি।
মহাপ্রয়াগকে দেবস্থান বলে মনে করা হয়। হিন্দু ধর্মে বিশ্বাস, এখানেই কয়েক ফোঁটা অমৃত পড়েছিল সমুদ্র মন্থনের পর। তাই এই স্থান খুবই পবিত্র। এখানে সঙ্গম হল গঙ্গা, যমুনা এবং রহস্যময় সরস্বতী নদীর মিলনক্ষেত্র । প্রশাসন মনে করছে এই মহাকুম্ভ মেলায়, ৪০ কোটি ভক্তের সমাগম হতে পারে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সোমবার উৎসবের শুরুতে সকলকে শুভেচ্ছা জানান।
উত্তরপ্রদেশের উপ-মুখ্যমন্ত্রী ব্রজেশ পাঠক জানিয়েছেন, "বহু মানুষ মহাকুম্ভে পৌঁছেছেন। আমি সব ভক্তদের স্বাগত জানাই। উত্তরপ্রদেশ সরকারের পক্ষ থেকে সমস্ত ব্যবস্থা সম্পূর্ণ। উত্তরপ্রদেশ সরকার সব পরিস্থিতি মোকাবিলার জন্য ব্যবস্থা করেছে। "
আরও খবর :