মুম্বই : আড়াআড়ি ভাঙনের পর এই প্রথমবার মুখোমুখি। শরদের পাওয়েরর (Sharad Pawar) সঙ্গে সাক্ষাৎ করলেন অজিত পাওয়ার (Ajit Pawar)। প্রফুল পটেল, ছগন ভুজবল সব বিক্ষুব্ধ নেতাদের সঙ্গে নিয়ে এনসিপি (NCP) প্রধান শরদ পাওয়ারের সঙ্গে বৈঠকে বসেছিলেন মহারাষ্ট্রের নতুন উপমুখ্যমন্ত্রী। বেশ কিছুক্ষণের যে আলোচনাপর্ব ঘিরে তৈরি হয়েছে প্রবল কৌতুহল। সূত্রের খবর, বিজেপি বিরোধী জোটে ভাঙন ধরিয়ে বিজেপির শরিক হিসেবে যাতে এনসিপি কাজ করে সেই প্রস্তাবই কাকার কাছে রেখেছেন ভাইপো। শরদ কন্যা সুপ্রিয়া সুলেকে নরেন্দ্র মোদি সরকারের মন্ত্রীসভায় কেন্দ্রীয় মন্ত্রিত্ব দেওয়ার প্রতিশ্রুতিও তাঁরা দিয়েছেন বলেই জানা যাচ্ছে। 


তাই এবার শরদ বিজেপি বিরোধী জোট ছেড়ে ভাইপোর মতোই গেরুয়া শিবিরেরই হাত ধরবেন কি না, তা নিয়েও তৈরি হয়েছে জল্পনা। দিনকয়েক আগেই বেশ কিছু বিধায়ককে সঙ্গে নিয়ে এনসিপিতে আড়াআড়ি বিভাজন ঘটিয়ে মহারাষ্ট্রে বিরোধী শিবির ছেড়ে বিজেপি-শিবসেনা জোট শিবিরে নাম লিখিয়েছিলেন অজিত পাওয়ার। দেবেন্দ্র ফড়নবীশের সঙ্গে উপমুখ্যমন্ত্রী যার কিছুদিনের মধ্যে তিনি হাতে পেয়েছেন অর্থ দফতরের গুরুত্বপূর্ণ দায়িত্বও। জাতীয় রাজনীতিতে গুঞ্জন, খোদ স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ অজিতকে মহারাষ্ট্রের অর্থ দফতরের দায়িত্ব ছাড়ার বিষয়ে সবুজ সংকেত দিয়েছিলেন মরাঠা ভূমের গেরুয়া শিবিরকে। 


যারপরই এভাবে সম্প্রীতির বার্তা নিয়ে ফের অজিত ও বাকি বিক্ষুব্ধদের শরদ পাওয়ারের সঙ্গে বৈঠকের পিছনেও কি রয়েছে বিজেপির শীর্ষ নেতৃত্বের ইন্ধন ? প্রশ্ন উঠে গিয়েছে। এনসিপি শিবিরের যে বৈঠক নিয়ে মুখ খুলতে না চেয়ে যে জল্পনা খানিক বাড়িয়ে দিয়েছিলেন দেবেন্দ্র ফড়নবীশ। আর তারপর শরদ-কন্যা সুপ্রিয়াকে মোদি মন্ত্রিসভায় পদের 'অফার' ঘিরে উঠে আসা তথ্যে জোরদার হয়েছে জল্পনার প্রহর। যদিও কোনও শিবিরই প্রকাশ্যে সেভাবে মুখ খোলেনি।


অজিতের সঙ্গে শরদের সঙ্গ ছেড়ে বিজেপির সঙ্গে হাত মেলানো প্রফুল বৈঠক থেকে বেরিয়ে এসে বলেছেন, 'শরদ পাওয়ারের আর্শীবাদ নিতে আমরা সকলে এসেছিলাম। যাতে এনসিপি ভেঙে না পড়ে, সে ব্যাপারেও কথা হয়েছে। যদিও শরদজি কোনও প্রতিক্রিয়া দেননি।' এদিকে, শরদ শিবিরের এনসিপি নেতা জয়ন্ত পাতিল বলেছেন, 'মহারাষ্ট্রে সরকারের সঙ্গে আমাদের একটা অংশ নেই। এনসিপি-র অন্য একটা অংশ বিজেপি সরকারকে সমর্থন করেছেন। যাতে দল একসঙ্গে থাকে সেই লক্ষ্যেই শরদ পাওয়ারের নেতৃত্বে বৈঠক হয়। আমরা শিবসেনা ও কংগ্রেসের সঙ্গেও বৈঠক করব।' প্রসঙ্গত, বিজেপি বিরোধী জোট শক্তি তৈরির জন্য যখন বাকিরা প্রচেষ্টা চালাচ্ছে, তখন শরদ শিবিরকে কাছে টেনে নিয়ে তাঁদের কি মোক্ষম ধাক্কা দিতে পারবে বিজেপি ? আপাতত সেই প্রশ্নই ঘোরপাক খেতে শুরু করেছে দেশের রাজনীতির অন্দরমহলে।






আরও পড়ুন- চন্দ্রযানের ক্যামেরা বানিয়েছেন বাঙালি বিজ্ঞানী, চাঁদের দেশে ভারতের পাড়িতে উচ্ছ্বাসে ভাসছে ইসলামপুর


আরও পড়ুন- হারিয়েছে ফোন ? খুঁজে দেবে পুলিশই ! কী কী ধাপে এগোবেন ?


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন         https://t.me/abpanandaofficial