মুম্বই: পর পর তিনবার কন্যাসন্তান প্রসব। রাগে স্ত্রীর গায়ে আগুন দেওয়ার অভিযোগ স্বামীর বিরুদ্ধে। মহারাষ্ট্র থেকে শিউড়ে ওঠার মতো ঘটনা সামনে এল। ওই মহিলার মৃত্যু হয়েছ বলে জানা গিয়েছে। অভিযুক্ত যুবককে গ্রেফতার করেছে পুলিশ। বিষয়টি সামনে আসতে শোরগোল পড়ে গিয়েছে। (Maharashtra News)


মহারাষ্ট্রের পরভণী জেলায় এই ঘটনা ঘটেছে। মুম্বই থেকে ৫২০ কিলোমিটার দূরে সেখানকার গঙ্গাখেড় নাকা এলাকায় এই ঘটনা ঘটেছে। জানা গিয়েছে, ময়না নামের ওই মহিলা সম্প্রতি তৃতীয় কন্যাসন্তানের জন্ম দেন। তাতেই মেজাজ হারিয়ে ফেলেন স্বামী কুণ্ডলিক উত্তম কালে। বৃহস্পতিবার স্ত্রীকে তিনি পুড়িয়ে মারেন বলে অভিযোগ। (Viral News)


ময়নার দিদি থানায় অভিযোগ দায়ের করেছেন। পুলিশকে জানিয়েছেন, বার বার কন্যাসন্তান প্রসবের জন্য স্ত্রীকে খোঁটা দিতেন উত্তম। সেই নিয়ে ঝগড়াঝাঁটি, অশান্তি লেগেই থাকত তাঁদের মধ্যে। বৃহস্পতিবার রাতেও দু'জনের মধ্যে ঝগড়া বাধে। স্ত্রীর গায়ে আগুন ধরিয়ে দেন তিনি। 


মৃতার দিদি জানিয়েছেন, দু'জনের মধ্যে ঝগড়া হচ্ছিল। সেই সময় ময়নার গায়ে পেট্রোল ঢেলে দেন উত্তম। আগুন ধরিয়ে দেন। চিৎকার করতে করতে বাড়ির বাইরে বেরিয়ে আসেন ময়না। স্থানীয় লোকজন আগুন নেভানোর চেষ্টা করেন। চাদর, জল নিয়ে ছুটে আসেন আশোপাশের লোকজন। বেশ খানিক ক্ষণের চেষ্টায় আগুন নেভানোও সম্ভব হয়। কিন্তু তত ক্ষণে যা ক্ষতি হওয়ার হয়ে গিয়েছে। ভয়ঙ্কর ভাবে পুড়ে গিয়েছিলেন ময়না। হাসপাতাল নিয়ে যাওয়ার পথেই মৃত্যু হয় ময়নার।


উত্তমকে গ্রেফতার করেছে গঙ্গাখেড় থানার পুলিশ। থানার ভারপ্রাপ্ত আধিকারিক জানিয়েছেন, গঙ্গাখেড়ের ফ্লাইওভার এলাকায় থাকেন উত্তম। তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে। ময়নার দিদির বয়ান রেকর্ড করেছে পুলিশ। জিজ্ঞাসাবাদ করা হচ্ছে স্থানীয়দেরও। এই ঘটনায় ক্ষোভে ফুঁসছেন স্থানীয়রাও। অভিযুক্ত দোষী সাব্যস্ত হলে তাঁর বিরুদ্ধে কড়া পদক্ষেপের দাবি তুলেছেন।


এই ঘটনায় শোরগোল পড়ে গিয়েছে। এতকিছুর পরও দেশে নারী নির্যাতনের ঘটনা যেভাবে বেড়ে চলেছে,  তাতে উদ্বেগ প্রকাশ করেছেন অনেকেই। কারণ উত্তরপ্রদেশ থেকেও ভয়ঙ্কর ঘটনা সামনে এসেছে। বুলন্দশহরে এক মহিলার মুখ অ্যাসিডে পুড়ে গিয়েছে। পরিবারের অভিযোগ, পণের জন্য শ্বশুরবাড়ির লোকজন অত্যাচার চালাত মেয়ের উপর। সম্প্রতি মুখে অ্যাসিড মারে। দু'বছর আগে পুত্রসন্তানের জন্মও দেন ওই তরুণী। কিন্তু স্বামী সন্তানকে বেচে দেন বলে অভিযোগ। স্বামী দ্বিতীয় বিয়েও করেছেন বলে জানা গিয়েছে।