আমদাবাদ: গোড়াতেই আশঙ্কা করা হয়েছিল। তবুও দুরাশা বুকে নিয়ে বেঁচে ছিল পরিবার। কিন্তু শেষ পর্যন্ত আশঙ্কাই সত্য হল। আমদাবাদে এয়ার ইন্ডিয়ার বিমান ভেঙে পড়ার ১০ দিনের দিন চিত্র পরিচালক মহেশ জিরাওয়ালার মৃত্যুতে সিলমোহর পড়ল। DNA মিলিয়ে দেখার পরই তাঁর মৃত্যুতে সিলমোহর পড়েছে। (Mahesh Jirawala)

গত ১২ জুন গুজরাতের আমদাবাদে ভেঙে পড়ে এয়ার ইন্ডিয়ার লন্ডনগামী বিমান। বিমানের ২৪২ জন যাত্রীর মধ্যে ২৪১ জনই মারা গিয়েছেন। পাশাপাশি, লোকালয়ে আছড়ে পড়ায় বহু সাধারণ মানুষেরও প্রাণ গিয়েছে। সবমিলিয়ে ২৭০ জনের বেশি মানুষের মৃত্যু হয়েছে বলে খবর মিলেছে এখনও পর্যন্ত। সেই তালিকায় নয়া নাম জুড়ল মহেশের। (Ahmedabad Plane Crash)

বিমান দুর্ঘটনার পর গত ১২ জুন থেকেই নিখোঁজ ছিলেন মহেশ। দুর্ঘটনাস্থল থেকে যে সব দেহ উদ্ধার করা হয়, তাতে মহেশকে শনাক্ত করা যায়নি। এর পর তাঁর পরিবারের সদস্যদের DNA নমুনা সংগ্রহ করা হয়। শেষ পর্যন্ত DNA মিলিয়ে দেখেই মহেশ মৃত বলে জানা গেল। দুর্ঘটনার সময় ওই এলাকাতেই ছিলেন তিনি। তাঁর মোবাইলের লোকেশনও শেষ পর্যন্ত সেখানেই পাওয়া যায়।

দুর্ঘটনাস্থল থেকে উদ্ধার হওয়া পোড়া একটি দেহের সঙ্গে মহেশের পরিবারের DNA মিলে যায়। সেখান থেকে মহেশের পুড়ে যাওয়া দু’চাকার মোটর সাইকেলটিও উদ্ধার হয়েছে। সেটি সম্পূর্ণ রূপে পুড়ে গিয়েছে। পরিবারের হাতে তাঁর দেহাংশ তুলে দিয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ। মহেশের স্ত্রী জানিয়েছে, বিমান যেখানে আছড়ে পড়েছিল, সেখান থেকে ৭০০ মিটার দূরে মহেশের ফোনের শেষ লোকেশন ছিল। বিমানটি ওড়ার এক মিনিট আগেই ফোনটি বন্ধ হয়ে যায় বলে জানিয়েছে পুলিশ।

মহেশের স্ত্রী হেতাল বলেন,“১টা ১৪-তে শেষবার ফোন করেন স্বামী। জানান, মিটিং হয়ে গিয়েছে। বাড়ি ফিরছেন। কিন্তু দীর্ঘ সময় পরও বাড়ি ফেরেননি। ফোন করে দেখি বন্ধ। পুলিশে খবর দিয়েছিলাম। তদন্তে নেমে দেখা যায়, দুর্ঘটনাস্থল থেকে ৭০০ মিটার দূরে শেষ লোকেশন ছিল মোবাইল ফোনটির। ওই রাস্তা দিয়ে কখনও যেতেন না। সেদিন কেন যেতে গেলেন জানি না।”

গত ১২ জুন সর্দার বল্লভভাই পটেল বিমানবন্দর থেকে ওড়ার কয়েক সেকেন্ডের মধ্যেই ভেঙে পড়ে এয়ার ইন্ডিয়ার বিমানটি। পাইলট, বিমানকর্মী মিলিয়ে মোট ২৪২ জন সওয়ার ছিলেন। মাত্র একজন বেঁচে ফিরেছেন। পাশাপাশি, সাধারণ মানুষও প্রাণ হারিয়েছেন দুর্ঘটনায়। ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এখনও হতাহতের সঠিক সংখ্যা নিয়ে ধন্দ  কাটছে না।

গুজরাতের নরোদার বাসিন্দা মহেশ। গুজরাতি ভাষায় মিউজিক ভিডিও, বিজ্ঞাপন, এমনকি ছবিও তৈরি করেছেন তিনি। মহেশ জিরাওয়ালা প্রোডাকশন্সের সিইও-ও ছিলেন। ২০১৯ সালে তাঁর পরিচালনায় তৈরি ‘Cocktail Premi Pag of Revege’ ছবিটি মুক্তি পায়। স্ত্রী ও দুই সন্তান রেখে গেলেন তিনি।