আশাবুল হোসেন, কলকাতা :  বিহারের ( Bihar Opposition Meet )  পর এবার কর্ণাটক ( Karnataka Opposition Meet ) । লোকসভা নির্বাচনের আগে মোদি ( Narendra Modi ) -বিরোধিতার রণকৌশল স্থির করতে আগামীকাল বেঙ্গালুরুতে দ্বিতীয়বার বৈঠকে বসছে বিরোধীরা। আজই, সোমবার অভিষেককে নিয়ে ব্যাঙ্গালোর যাওয়ার কথা মমতা বন্দ্যোপাধ্যায়ের।  

হেলিকপ্টার থেকে নামার সময় চোট পাওয়ার পর এসএসকেএমে মুখ্যমন্ত্রীর হাঁটুর চিকিৎসা হয়।  হাঁটুতে ফ্লুইডও জমেছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)। সূত্রের খবর, তিনি এখন অনেকটা সুস্থ । তাই অভিষেকের সঙ্গে বিরোধী-বৈঠকে যোগ দিতে যাচ্ছেন তিনি। 


সনিয়া গাঁধীর ডাকা নৈশভোজে থাকছেন মমতা ?


পটনায় প্রথম বৈঠকে বিরোধী দলের সংখ্যা ছিল ১৫। এবার তা বেড়ে হয়েছে ২৪। বিরোধীদলগুলির সঙ্গে এই বৈঠকে থাকছে ২০১৪-র লোকসভা ভোটে বিজেপির জোট সঙ্গী দুটি দলও। সোমবার বিকেলে তার প্রস্তুতি-বৈঠক হবে। বৈঠক শেষে বিরোধী নেতা-নেত্রীদের নৈশভোজে আমন্ত্রণ জানিয়েছেন সনিয়া গাঁধী।


সনিয়ার ডাকা নৈশভোজে থাকার কথা অভিষেক বন্দ্যোপাধ্যায় ও ডেরেক ও'ব্রায়েনের। চিকিৎসকদের সঙ্গে পরামর্শ করে নৈশভোজে যোগ দেওয়ার সিদ্ধান্ত নেবেন মমতা। কংগ্রেস, মোদি সরকারের অর্ডিন্যান্সের বিরোধিতা করায় বিরোধী বৈঠকে যোগ দিচ্ছে আম আদমি পার্টিও।  


পটনায় পিকনিক, বেঙ্গালুরুতে ব্যাঙ্কোয়েট : দিলীপের কটাক্ষ 


এই বিষয়ে পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম বলেন, 'বিজেপি বিরোধী যারা সকলেই এক হোক আমরা চাই। এই বিষয়ে মুখ্যমন্ত্রী উদ্যোগ নিয়েছিলেন। বিজেপি বিরোধী যারা রয়েছে তারা একসঙ্গেই কাজ করা ভাল।' 


অন্যদিকে, দিল্লিতে মোদি সরকারের অর্ডিন্যান্স জারির বিরুদ্ধে আম আদমি পার্টিকে কংগ্রেস সমর্থন না জানানোয় তাল কেটেছিল পটনার বৈঠকে! তৈরি হয়েছিল সংঘাতের পরিস্থিতি। বিরোধীদের সাংবাদিক বৈঠকে যোগ না দিয়েই, সেখান থেকে বেরিয়ে যান অরবিন্দ কেজরিওয়াল ও ভগবন্ত মান। কিন্তু বেঙ্গালুরুর বৈঠকের আগে সেই বরফ শেষমেষ গলেছে। 
মোদি সরকারের অর্ডিন্যান্সের বিরোধিতা করা হবে বলে জানিয়ে দিয়েছে কংগ্রেস। 

বেঙ্গালুরুতে বিরোধীদের এই বৈঠককে কটাক্ষ করেছেন দিলীপ ঘোষ । তিনি বলেন, পটনায় পিকনিক হয়েছে, বেঙ্গালুরুতে ব্যাঙ্কোয়েট ! 

এদিকে বাংলায় বিজেপির সহ পর্যবেক্ষক অমিত মালব্য এ বিষয়ে তীব্র কটাক্ষ করে প্রশ্ন তুলেছেন , 'পঞ্চায়েত ভোটে ৫০-এর বেশি প্রাণহানি, তালিকায় কংগ্রেস কর্মীরাও। রাহুল গাঁধী কি মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখোমুখি হবেন? 'এত মৃত্যুর জন্য রাহুল কি অনুশোচনা করবেন, নাকি আত্মসমর্পণ করবেন? এই রাষ্ট্রীয় সন্ত্রাস নিয়ে রাহুলের নীরবতা তাঁর কাপুরুষতা ও সুযোগ সন্ধানী রাজনীতির উদাহরণ'