নয়াদিল্লি: রাজনৈতিক মতাদর্শ ভিন্ন....কিন্তু দেশের স্বার্থে সোমবার এক ছাতার তলায় দেখা গিয়েছে প্রধানমন্ত্রী ও বিরোধী দলের প্রধানদের।  জি-২০ প্রস্তুতি-বৈঠকে আজ ফের প্রধানমন্ত্রীর ( PM Modi ) বৈঠকে যোগ দেবেন মুখ্যমন্ত্রী ( Mamata Banerjee ) । বিকেল ৫টায় ভার্চুয়াল বৈঠক। এই নিয়ে এক সপ্তাহে দ্বিতীয়বার মুখোমুখি হবেন মোদি-মমতা।  


পরবর্তী জি-২০ বৈঠকে সভাপতিত্ব করতে চলেছে ভারত। সোমবার রাষ্ট্রপতি ভবনে প্রধানমন্ত্রীর ডাকা জি-২০ প্রস্তুতি বৈঠকে যোগ দেন মুখ্যমন্ত্রী। সব রাজনৈতিক দল ও মুখ্যমন্ত্রীদের সহযোগিতা চেয়েছেন মোদি। দেশের স্বার্থে সবরকম সহযোগিতায় প্রস্তুত, জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৈঠকে তৃণমূল নেত্রী আশ্বাস দেন, G20 বৈঠকে সব রকম সহযোগিতা করবে পশ্চিমবঙ্গ। সাংসদ এবং মুখ্যমন্ত্রী থাকাকালীন আমার বিদেশ সফরের নানা অভিজ্ঞতা রয়েছে। সম্মেলন সফল করতে রাজ্য সরকারের তরফে আপ্রাণ চেষ্টা করা হবে।

আরও পড়ুন : Morning Headlines : নিমতায় অভিনেতা দম্পতি জিতু কমল-নবনীতা দাসকে হুমকি-হেনস্থার অভিযোগ


তবে এরইমধ্যে G20 সম্মেলনের লোগো নিয়ে দেখা দিয়েছে বিতর্ক! কারণ, G20 লেখায় শূন্যের জায়গায় দেওয়া হয়েছে পৃথিবীর ছবি। আর পৃথিবীর ঠিক নীচেই রয়েছে পদ্ম! জাতীয় ফুলের পাশাপাশি, পদ্ম বিজেপির প্রতীকও! সোমবার দিল্লি রওনা দেওয়ার আগে, যা নিয়ে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছেন তৃণমূল নেত্রী।  মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ' যখন দেশের কথা হয়, তখন আমরা কিছু বলি না কারণ, যদি এই খবর বাইরে যায়, তাহলে দেশের জন্য ভাল হবে না। তবে এটাও ঠিক যে, পদ্ম আমাদের জাতীয় ফুল। নির্বাচন কমিশন ওই পদ্ম একটি প্রতীককে দিয়ে দিয়েছে। তো, ওই পদ্ম ব্যবহার না করে আরও তো অনেক জিনিস আছে! আমি কোনও প্রশ্ন তুলিনি, তবে অন্যরা তুলছে। দেশের স্বার্থ জড়িয়ে আছে বলে আমরা এটা কোনও ইস্যু বানাইনি, তবে এটি ফেলে দেওয়ার মতোও বিষয় নয়।' 


এই বছর ইন্দোনেশিয়ার বালিতে ছিল G-20 সম্মেলন।  প্রথম দিন খাদ্য ও জ্বালানি সরবরাহে গুরুত্ব দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বালিতে তাঁকে স্বাগত জানান ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো উইডোডো। মোদিকে উষ্ণ অভ্যর্থনা জানান প্রবাসী ভারতীয়রা। G-20 সম্মেলনের বাইরে দ্বি-পাক্ষিক সম্পর্ক নিয়ে বিভিন্ন রাষ্ট্রনেতাদের সঙ্গে পার্শ্ব বৈঠক করেন মোদি। জো বাইডেন, ঋষি সুনক-সহ বিশ্বের ২০টি দেশের রাষ্ট্রপ্রধানরা দু’ দিনের সম্মেলনে যোগ দেন। এখান থেকেই আগামী এক বছরের জন্য G-20 সম্মেলনের দায়িত্ব নেয় ভারত।