প্রধানমন্ত্রীকে ফের চিঠি মমতা বন্দ্যোপাধ্যায়ের। চিকিৎসা সরঞ্জামে আমদানি শুল্ক মকুবের আর্জি জানিয়েছেন মমতা। করোনার ওষুধে জিএসটি মকুবের আর্জি জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। নজিরবিহীনভাবে এক সপ্তাহে তিনবার প্রধানমন্ত্রীকে চিঠি লিখলেন মুখ্যমন্ত্রী। কখনও ভ্যাকসিন, কখনও অক্সিজেন সরবরাহ, কখনও আবার চিকিৎসা সরঞ্জামে শুল্ক কমানোর আর্জি জানিয়েছেন মুখ্যমন্ত্রী। এর আগে চলতি সপ্তাহে বুধবার এবং শুক্রবার নরেন্দ্র মোদিকে চিঠি লেখেন মমতা বন্দ্যোপাধ্যায়।
অক্সিজেন সরবরাহের জন্য প্রধানমন্ত্রীর কাছে আর্জি জানান মুখ্যমন্ত্রী। শুক্রবার, ওই চিঠিতে মুখ্যমন্ত্রী লিখেছেন, 'রাজ্যে গত ২৪ ঘণ্টায় ৪৭০ মেট্রিক টন মেডিক্যাল অক্সিজেনের চাহিদা ছিল। আগামী ৭-৮ দিনে অক্সিজেনের দৈনিক চাহিদা ৫৫০ মেট্রিক টনে পৌঁছতে পারে। কাজেই এই পরিস্থিতিতে রাজ্যের চাহিদামতো অক্সিজেন সরবরাহ করা হোক।
জরুরি চিঠিতে মমতা বন্দ্যোপাধ্যায় আরও লিখেছেন, 'রাজ্যের চাহিদা মতো অক্সিজেন সরবরাহ করা হচ্ছে না। উল্টে গত ১০ দিনে রাজ্যে উত্পাদিত অক্সিজেন অন্য রাজ্যে পাঠানো হচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের দাবি, এখন রাজ্যকে দিনে ৩০৮ মেট্রিক টন অক্সিজেন দেওয়া হচ্ছে, যেখানে রাজ্যের চাহিদা অনেক বেশি। এই পরিস্থিতিতে রাজ্যের প্রয়োজনমতো অক্সিজেন সরবরাহ নিশ্চিত করার জন্য প্রধানমন্ত্রী যেন নির্দেশ দেন, চিঠিতে সেই অনুরোধই জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী অভিযোগ, বিগত ১০ দিনে এ রাজ্য থেকে অন্য রাজ্যে যাওয়া অক্সিজেনের পরিমাণ ২৬০ মেট্রিক টন, আগে যেটা ছিল ২৩০ মেট্রিক টন। আর বাংলার জন্য বরাদ্দ করে রাখা হয়েছে ৩০৮ মেট্রিক টন অক্সিজেন। যদিও আপাতত রাজ্যে অক্সিজেনের চাহিদা রয়েছে ৫৫০ মেট্রিক টন।
গত বুধবার কোভিড পরিস্থিতি মোকাবিলায় প্রধানমন্ত্রীকে চিঠি লিখেছিলেন মুখ্যমন্ত্রী। শয্যা সংখ্যা বাড়াতে আবেদন জানিয়েছিলেন মুখ্যমন্ত্রীর। চিঠিতে ভ্যাকসিনের জোগান বাড়াতেও আবেদন করেন মমতা বন্দ্যোপাধ্যায়। চিঠিতে মুখ্যমন্ত্রী আবেদন করেন পশ্চিমবঙ্গে ১০ হাজার ডোজ রেমডিসিভির লাগবে প্রতিদিন, তার জোগানের ব্যবস্থা করা হোক। এবার ফের করোনা আবহে প্রধানমন্ত্রীর কাছে আবেদন জানালেন মমতা বন্দ্যোপাধ্যায়। চিকিৎসা সরঞ্জামে আমদানি শুল্ক মকুবের আর্জি থেকে করোনার ওষুধে জিএসটি মকুবের আর্জি জানিয়েছেন তিনি।