নয়াদিল্লি: করোনামুক্ত প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংহ।  চলতি মাসেই করোনা আক্রান্ত হন তিনি। ভর্তি করা হয় দিল্লির এইমসে। আজ, বৃহস্পতিবার দিল্লির এইমস থেকে ছাড়া হয় তাঁকে। হাসপাতাল সূত্রে এমনটাই খবর। 


১৯ এপ্রিল করোনা আক্রান্ত হন মনমোহন সিংহ। সেদিনই তাঁকে ভর্তি করা হয় এইমসে। চিকিৎসা চলে হাসপাতালের ট্রমা সেন্টারে। ১০ দিনের লড়াই শেষে সুস্থ হয়ে ফিরলেন প্রধানমন্ত্রী। 


এদিকে পরিস্থিতি ক্রমশই ভয়ঙ্কর থেকে আরও ভয়ঙ্কর হচ্ছে ৷ দেশে বেড়েই চলেছে করোনা আক্রান্তের সংখ্যা ৷ বাড়ছে মৃত্যুও ৷ করোনার দ্বিতীয় ঢেউইয়ে বিপর্যস্ত গোটা দেশ ৷ কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের রিপোর্ট অনুযায়ী গত ২৪ ঘণ্টায় ভারতে কোভিডে আক্রান্ত ৩,৭৯,২৫৭ জন ৷ মৃত্যু হয়েছে ৩৬৪৫ জনের ৷ পাশাপাশি সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ২,৬৯,৫০৭ জন ৷ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু) সম্প্রতি জানিয়েছে, করোনার ভারতীয় ভ্যারিয়েন্ট পাওয়া গিয়েছে এক ডজনেরও বেশি দেশে ৷ অর্থাৎ ভারত থেকে করোনার এই স্ট্রেন ছড়িয়ে পড়েছে বিশ্বের বিভিন্ন দেশে ৷ 


উল্লেখ্য, করোনা মোকাবিলায় বর্তমান প্রধানমন্ত্রীকে ৫ পরামর্শ দিয়েছিলেন প্রাক্তন প্রধানমন্ত্রী।   কংগ্রেসের বর্ষীয়ান নেতা চিঠিতে টিকাকরণের উপর বিশেষ জোর দিয়েছেন। তিনি লিখেছেন, নির্দিষ্ট সংখ্যক মানুষের টিকাকরণের জন্য পর্যাপ্ত টিকা প্রয়োজন। আগামী ৬ মাসের জন্য কী পরিমাণ ভ্যাকসিনের অর্ডার দেওয়া হয়েছে তার তথ্য প্রকাশ্যে আনা উচিত।


জরুরি প্রয়োজনের ভিত্তিতে ১০ শতাংশ ভ্যাকসিন বিতরণ করা কেন্দ্রীয় সরকারের উচিত। রাজ্যগুলোতে পর্যাপ্ত ভ্যাকসিন আছে কিনা তাও দেখতে হবে। টিকা থাকলেই রাজ্যগুলি পরিকল্পনাঅনুযায়ী কাজ করতে পারবে।


৪৫ বছরের কম বয়স কিন্তু করোনা মোকাবিলায় সামনের সারিতে থেকে লড়াই করছেন, তাঁদের টিকাকরণের ক্ষেত্রে সরকারের নমনীয়তা দেখানো উচিত। এই তালিকায় আছেন, বাস, ট্যাক্সি চালক, পুরকর্মী, পঞ্চায়েত কর্মীরা।


বেশি পরিমাণ টিকা উৎপাদনের জন্য তহবিল গঠন সহ ছাড়ের দিকে কেন্দ্রকে নজর দিতে হবে। আরও উৎপাদনেকর জন্য লাইসেন্স দেওয়ার ব্যবস্থার কথাও বলেছেন প্রাক্তন প্রধানমন্ত্রী।


ইউরোপীয় মেডিক্যাল এজেন্সি অনুমোদিত কোনও সংস্থার থেকে টিকা আমদানি করা যেতে পারে। কারণ এখন যে টিকা দেওয়া হচ্ছে তা সীমিত পরিমাণে।


প্রসঙ্গত, ইতিমধ্যে ১৮ ঊর্ধ্বদের ভ্যাকসিন দেওয়ার কথা ঘোষণা করেছে কেন্দ্র। আগামী ১ মে থেকে তা শুরু হবে। গতকাল থেকে শুরু হয়েছে রেজিস্ট্রেশনও।