Trump - Modi Call : 'রাশিয়া থেকে তেল কেনা কমাবে ভারত' মোদির সঙ্গে কথা বলেই দাবি ট্রাম্পের, সত্যি?কী জানালেন প্রধানমন্ত্রী?
Donald Trump : হোয়াইট হাউসে দীপাবলি উদ্যাপনের মাঝেই ওভাল হাউসে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন মার্কিন প্রেসিডেন্ট। সেখানে তিনি মোদির সঙ্গে ফোনালাপের বিষয়টি বলেন।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে কথা হয়েছে বলে ফের একবার দাবি করলেন ট্রাম্প। তিনি দাবি করেছেন , দু’জনের মধ্যে রাশিয়া থেকে তেল কেনা নিয়ে আলোচনা হয়েছে দুজনের। হোয়াইট হাউসে দীপাবলি উদ্যাপনের মাঝেই ওভাল হাউসে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন মার্কিন প্রেসিডেন্ট। সেখানে তিনি মোদির সঙ্গে ফোনালাপের বিষয়টি বলেন। ট্রাম্পের সঙ্গে কথা বলার বিষয়টি পরে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে লেখেন মোদিও।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ফোন করেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্পের দাবি, রাশিয়া থেকে তেল কেনা কমাবে ভারত। মোদির সঙ্গে বন্ধুত্বের কথা ফের একবার সাংবাদিকদের জানান ট্রাম্প। বলেন, 'প্রধানমন্ত্রী মোদির সঙ্গে কথা বলেছি, আমাদের মধ্যে খুব ভাল সম্পর্ক। আমার মতো উনিও চান রাশিয়া-ইউক্রেনের যুদ্ধ শেষ হোক। ভারত আর রাশিয়া থেকে বেশি তেল কিনবে না। রাশিয়া থেকে ভারত তেল কেনা কমাচ্ছে এবং আরও কমাবে' । ট্রাম্প বলেন,'এর আগেও ট্রাম্প দাবি করেছিলেন, ভারত-পাক সংঘাত থামাতে তিনি বাণিজ্যকে হাতিয়ার হিসেবে ব্যবহার করেছিলেন। তখন ভারত স্পষ্ট জানিয়ে দিয়েছিল, অপারেশন সিঁদুর চলাকাীন ট্রাম্প-মোদীর কোনও কথাই হয়নি।'
তবে ট্রাম্পের এমন দাবি সম্পর্কে একটিও কথা খরচ করেননি ভারতের প্রধানমন্ত্রী। তিনি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে জানান, আমেরিকার প্রেসিডেন্ট তাঁকে ফোন করেছিলেন। সৌজন্যমূলক ভাবে ট্রাম্পকে ধন্যবাদও জানান তিনি। লেখেন, 'ফোন কলের জন্য ধন্যবাদ, দীপাবলির শুভেচ্ছা । আলোর উৎসবে ভারত ও আমেরিকা মিলে সারা বিশ্বে আশা জাগাক। যে কোনও ধরনের সন্ত্রাসবাদের বিরুদ্ধে সারা বিশ্ব এক হোক। ' ট্রাম্পের সঙ্গে কথোপকথনের পর এটুকুই পোস্টে লিখেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
এই প্রথম নয়। গত সপ্তাহেই ট্রাম্প দাবি করেছিলেন, মোদির সঙ্গে তাঁর কথা হয়েছে। রাশিয়ার তেল ভারত আর কিনবেন না বলে নাকি ট্রাম্পকে আশ্বস্ত করেছেন মোদি। তবে , ভারতের বিদেশ মন্ত্রক এমন কোনও ফোনালাপের কথা সম্পূর্ণ উড়িয়ে দেয়। হালআমলেই ভারতের ওপর আরও চড়া হারে শুল্ক আরোপের হুঙ্কার ছেড়েছিলেন ট্রাম্প। তবে দীপাবলির আবহে সুর নরম করে নিলেন তিনি। গতকাল ওভাল অফিসে প্রদীপ জ্বালিয়ে ভারতের জনগণকে দীপাবলির "উষ্ণ শুভেচ্ছা" জানান ট্রাম্প। তিনি দীপোৎসবকে অন্ধকারের উপর আলোর বিজয় বলে আখ্যায়িত করেন। মন্দের উপর ভালোর এবং অজ্ঞতার উপর জ্ঞানের বিজয়ের উৎসবে তিনি ভারতীয়কে শুভেচ্ছা জানান।






















