মুর্শিদাবাদ: মুর্শিদাবাদের জেলা পরিষদের সভাধিপতির পদ ছাড়লেন তৃণমূলত্যাগী মোশারফ হোসেন। ভোটের আগে তৃণমূল ছেড়ে কংগ্রেসে যোগ দেন তিনি। নওদা বিধানসভায় কংগ্রেস প্রার্থী হিসেবে ভোটে দাঁড়িয়ে হেরেও যান মোশারফ হোসেন। ভোটের ফল প্রকাশের পরেই জেলা পরিষদের সভাধিপতি মোশারফ হোসেনের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনে তৃণমূল। ২৪ মে ছিল আস্থা ভোটের দিন। তার আগে গতকাল জেলা পরিষদের সভাধিপতির পদ থেকে ইস্তফা দেন মোশারফ হোসেন।


জেলা তৃণমূলের সভাপতি আবু তাহের খান জানিয়েছেন, দলবিরোধী কাজের জন্য জেলা পরিষদের সভাধিপতি, সহকারী সভাধিপতি ও একাধিক কর্মাধ্যক্ষ-সহ ১১ জনের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়েছে।


এবারের বিধানসভা ভোটে শক্তঘাঁটি মুর্শিদাবাদে খালি হাতেই ফিরতে হয়েছে কংগ্রেস তথা সংযুক্ত মোর্চাকে।ভোটের ফলপ্রকাশের পর থেকেই ঝুলছিল  ঝুলছিল আস্থা ভোটের খাঁড়া। সেই চ্যালেঞ্জের মুখোমুখি হওয়ার আগেই মুর্শিদাবাদ জেলা পরিষদের সভাধিপতির পদ থেকে ইস্তফা দিলেন মোশারফ হোসেন।


বিধানসভা ভোটে  মুর্শিদাবাদে ১৮টি আসন জিতেছে তৃণমূল। এরপরই তারা  জেলা পরিষদের সভাধিপতি-সহ ১১ জন সদস্যের বিরুদ্ধে দল বিরোধী কাজের অভিযোগ তোলে । ভোটের আগে কংগ্রেসে যোগ দেওয়া মোশারফ হোসেনের বিরুদ্ধে আনা হয় অনাস্থা প্রস্তাব।


তৃণমূল কংগ্রেসের  জেলা সভাপতি আবু তাহের খান বলেছেন, দলবিরোধী কাজের জন্য জেলা পরিষদের সভাধিপতি, সহকারী সভাধিপতি ও একাধিক কর্মাধ্যক্ষ-সহ ১১ জনের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়েছে।  ২৪ মে আস্থা ভোটের আগেই বুধবার জেলা সভাধিপতির পদ থেকে ইস্তফা দেন মোশারফ। তিনি বলেছেন, গত নির্বাচনে কংগ্রেস পরাজিত, সেজন্য নীতি-নৈতিকতার কারণে মুর্শিদাবাদ জেলায় কংগ্রেসের হয়ে জেলা সভাধিপতি থাকা সমীচিন নয়।


মুর্শিদাবাদ জেলা পরিষদে মোট আসন ৭০।  ২০১৮-র পঞ্চায়েত নির্বাচনে ৬৯টি আসনে জয়ী হয় তৃণমূল।১টি-তে জয়ী হয় কংগ্রেস।১ জেলা পরিষদ সদস্যের মৃত্যুর পর তৃণমূলের প্রতিনিধির সংখ্যা কমে হয় ৬৮।


তৃণমূলের তরফে জেলা পরিষদের সভাধিপতি হন মোশারফ হোসেন। কিন্তু বিধানসভা ভোটের আগে তৃণমূল ছেড়ে কংগ্রেসে ফেরেন তিনি। খোদ তৃণমূলের জেলা সভাপতির গড় নওদা থেকে বিধানসভা ভোটে প্রতিদ্বন্দ্বিতাও করেন মোশারফ। কিন্তু, ভোটে তৃতীয় স্থান পেয়েছেন তিনি।  মুর্শিদাবাদে কংগ্রেসের মার্কশিট শূন্য। করোনা আক্রান্ত হয়ে দুই সংযুক্ত মোর্চার প্রার্থীর মৃত্যুর পর জঙ্গিপুর ও সামশেরগঞ্জে বিধানসভা নির্বাচন বাকি। ওই দুটি আসনে ফলাফল কী হয়, সেদিকে তাকিয়ে রাজনৈতিক মহল।