গোয়ালিয়র: নতুন কৃষি আইনে মধ্য প্রদেশের এক ব্যবসায়ীর বাড়ি নিলামে উঠল, জমি ক্রোক করল রাজ্য সরকার। ধান চাষীদের প্রাপ্য ৪০ লক্ষ টাকা না মেটানোর জন্য তাঁর বিরুদ্ধে এই কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে। তাঁর বাড়ি-জমি নিলাম করে যে টাকা উঠবে তা যাবে কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে।

গোয়ালিয়রের জেলা শাসক কৌশলেন্দ্র বিক্রম সিংহ জানিয়েছেন, ২৩ জন চাষী মহকুমা শাসকের কাছে ওই ব্যবসায়ীর বিরুদ্ধে টাকা না মেটানোর অভিযোগ করেন। নতুন কৃষি আইনে তৈরি হয় রিকনসিলিয়েশন বোর্ড। তারা বিষয়টি মেটাতে না পারায় সংশ্লিষ্ট মহকুমা শাসক ওই ব্যবসায়ীর জমি-বাড়ি ক্রোক করার নির্দেশ দেন। বাড়িটির নিলামে দর উঠেছে ১.৪৫ লাখ টাকা, তা অভিযোগকারী কৃষকদের অ্যাকাউন্টে দেওয়া হয়েছে। আজ থেকে শুরু হবে জমি নিলামের কাজ।

অভিযুক্ত ব্যবসায়ীর নাম বলরাম সিংহ পারিহার। গোয়ালিয়রের ভিতরওয়ার তেহলিসের বাজনা গ্রামের বাসিন্দা এই ব্যক্তি ৪২ জন কৃষকের কাছ থেকে ৪০ লাখ টাকার ধান কেনেন। তারপর টাকাকড়ি না মিটিয়েই সপরিবারে চম্পট দেন। পুলিশ তাঁর বিরুদ্ধে এফআইআর করেছে কিন্তু তিনি এখনও নিখোঁজ। এমনকী কয়েকজন চাষীর কাছ থেকে তিনি ব্যবসার কথা বলে টাকা ধার নেন বলেও অভিযোগ, চিট ফান্ডও নাকি চালাতেন। এ জন্য স্থানীয়দের কাছ থেকে অল্প অল্প করে টাকা তুলতেন তিনি, প্রয়োজনে সাহায্যও করতেন। এভাবে কৃষকদের বিশ্বাস অর্জন করার পর শেষমেষ এই কাণ্ড।