Mumbai News: ২০০ বাংলাদেশিকে ভারতে অবৈধভাবে ঢুকিয়ে রুজি-রোজগারের ব্যবস্থা, মুম্বই পুলিশের জালে বাংলাদেশি 'গুরু মা'
Bangladeshi Arrested: মুম্বইয়ের রূপান্তরকামীদের গুরু মা হিসাবে পরিচিতি লাভ করে। শহরের বিভিন্ন এলাকায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে তার প্রায় ৩০০ অনুগামী।

মুম্বই : ২০০ বাংলাদেশি নাগরিককে ভারতে পাচারের অভিযোগে অভিযুক্ত। জাল নথি বানিয়ে নিজেও গত ৩০ বছর ধরে বাস করছে ভারতে। এহেন বাংলদেশি রূপান্তরকামীকে গ্রেফতার করল মুম্বই পুলিশ। অভিযুক্তের নাম বাবা অয়ন খান ওরফে জ্যোতি ওরফে 'গুরু মা'। তার পাচারের তালিকায় ২০০-রে বেশি মানুষ থাকতে পারে বলেও মনে করছে মুম্বই পুলিশ।
নিজেকে 'আধ্যাত্মিক গুরু' হিসাবে নতুন করে আবিষ্কার করে জ্যোতি। মুম্বইয়ের রূপান্তরকামীদের গুরু মা হিসাবে পরিচিতি লাভ করে। শহরের বিভিন্ন এলাকায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে তার প্রায় ৩০০ অনুগামী। ভারতের নাগরিক প্রমাণ করতে জাল শংসাপত্র, আধার কার্ড, প্যান কার্ড সবই জোগাড় করেছে গুরু মা। যদিও, সাম্প্রতিক সময়ে পুলিশ যখন তার নথিপত্র খতিয়ে দেখে, তাতে জালিয়াতির বিষয় সামনে আসে এবং তাকে গ্রেফতার করা হয়।
কীভাবে চলে পাচারের নেটওয়ার্ক-
সর্বভারতীয় সংবাদ মাধ্যম সূত্রের খবর, গুরু মায়ের পাচারকারী নেটওয়ার্ক পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ সীমান্ত দিয়ে ভারতে অবৈধভাবে মানুষের প্রবেশের সুযোগ করে দেয়। ভিতরে একবার ঢুকে পড়ার পর, লোকদের কয়েক দিনের জন্য কলকাতায় আটকে রাখা হয়, যেখানে তাদের জন্য জন্ম শংসাপত্র এবং স্কুল ছাড়ার শংসাপত্র তৈরি করা হয় বলে অভিযোগ। এরপর তাদের মুম্বইতে নিয়ে আসা হয় এবং শিবাজি নগরে রাখা হয়। প্রতিটি ঘরে ৩-৪ জন লোক থাকত এবং তারা গুরু মাকে ৫,০০০-১০,০০০ টাকা মাসিক ভাড়া দিতে হত।
গুরু মায়ের অন্যান্য় অপরাধ-
পুলিশের তদন্তে জানা গেছে যে, গুরু মা মহারাষ্ট্র হাউজিং অ্যান্ড এরিয়া ডেভেলপমেন্ট অথরিটি (MHADA)-র অধীনে নিবন্ধিত ফ্ল্যাট এবং কুঁড়েঘরের দখলের সঙ্গে জড়িতও ছিল। সে ২০০ টিরও বেশি বাড়ি দখল করেছে এবং সেগুলি ভাড়া দিয়ে লক্ষ লক্ষ টাকা আয় করেছে বলে জানা গেছে। সূত্রের আরও খবর, অনেকে জোর করে নানা কাজে নামিয়েছে।
দিনকয়েক আগেই মুর্শিদাবাদে ফের গ্রেফতার হয়েছে বাংলাদেশি। মুর্শিদাবাদের লালগোলায় পুলিশের জালে ৪ বাংলাদেশি অনুপ্রবেশকারী। অনুপ্রবেশে সহায়তা করায় গ্রেফতার এক ভারতীয়ও। মঙ্গলবার গভীর রাতে লালগোলার তারানগরে অভিযান চালায় পুলিশ। জানা গিয়েছে, ধৃত ৪ জন বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জের বাসিন্দা।
মঙ্গলবার রাতে লালগোলার সীমান্তবর্তী রামনগর এলাকা থেকে চারজনকে গ্রেফতার করা হয়েছে। এদেশে ঢোকার জন্য তাদের সহায়তাকারী হিসেবে আরও একজনকে গ্রেফতার করেছে পুলিশ। বাংলাদেশ থেকে ওই চারজনকে এদেশে আসতে সাহায্য করেছিল আরও ৩ জন। তাদের খোঁজেও চলছে তল্লাশি। পুলিশ সূত্রে খবর, ধৃত চারজন গত পরশু লালগোলা সীমান্ত পেরিয়ে ভারতে ঢুকেছিলেন। কী কারণে তাঁরা অনুপ্রবেশ করেছিলেন তা তদন্ত করে খতিয়ে দেখছে পুলিশ।






















