কলকাতা: আচমকা কেঁপে উঠল ঘর বাড়ি। কম্পনের তীব্রতায় চুরমার সব। একবার নয়। দু'বার কম্পন মায়ানমারে। তীব্রতা এতটাই যে তার প্রভাব পড়ল কলকাতায়। এমনকী একাধিক জেলাতেও এই কম্পন অনুভূত হয়। মায়ানমারে ভূমিকম্পের প্রভাব পড়েছে ব্যাঙ্কককেও। সেখানেও ভেঙে পড়েছে বহুতল। তাইল্যান্ডেও চোখের সামনে ধূলিস্মাৎ হয়েছে বিরাট বিল্ডিং।  


মায়ানমারে দু'বার নয়, ভূমিকম্প হয়েছে চারবার, এমনটাই জানাল ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি। প্রাথমিকভাবে ভূমিকম্পের তীব্রতা রিখটার স্কেলে ৭.২ মাপা হয়েছিল। শুক্রবার (২৮ মার্চ) রাত ১১:৫০:৫২ মিনিটে এই ভূমিকম্পটি ঘটে। এর কেন্দ্রস্থল ছিল মায়ানমারে মাটির ১০ কিলোমিটার গভীরে। এর পর, দ্বিতীয় ভূমিকম্পটি ১২ মিনিট পরে অর্থাৎ ১২.০২ মিনিটে হয়, যার তীব্রতা ৭.০ পরিমাপ করা হয়েছিল।  


এনসিএসের মতে, মায়ানমারে তৃতীয় ভূমিকম্পটি প্রায় ৫৫ মিনিটে ঘটে। এর তীব্রতা ৫.০ পরিমাপ করা হয়েছিল। এই ভূমিকম্পটি ঘটে ১২:৫৭ মিনিটে। যেখানে চতুর্থ ভূমিকম্পটি ঘটে রাত ১:০৭ মিনিটে। যার কেন্দ্রস্থল ছিল মাটির ৩০ কিলোমিটার গভীরে। এর তীব্রতা পরিমাপ করা হয়েছিল ৪.৯। প্রতিবেশী দেশটিতে একের পর এক ভূমিকম্পের প্রভাব থাইল্যান্ড এবং ভারতেও দেখা গেছে। ভারতে, মেঘালয়ে ১:০৩ মিনিটে ভূমিকম্প অনুভূত হয়। এর তীব্রতা ৪.০ পরিমাপ করা হয়েছিল। এর কেন্দ্রস্থল ছিল পূর্ব গারো পাহাড়ে মাটির পাঁচ কিলোমিটার গভীরে। 


ব্যাঙ্ককে ভূমিকম্পে ভেঙে পড়ল নির্মীয়মান বহুতল। ভূমিকম্পের পর ব্যাঙ্ককে নিখোঁজ ৪৩ জন। ভূমিকম্প সম্পর্কিত যাবতীয় সতর্কতা নেওয়ার নির্দেশ তাইল্যান্ডের প্রধানমন্ত্রী। ভূমিকম্প অনুভূত মায়ানমার, ভারত, বাংলাদেশ ও চিনে। কলকাতা ছাড়াও কেঁপে উঠল একাধিক জেলা। 


এছাড়াও মায়ানমারের মান্দালয়ে ভূমিকম্পের কারণে একটি মসজিদও ধসে পড়েছে। স্থানীয় গণমাধ্যমের বরাত দিয়ে বিএনও নিউজ জানিয়েছে যে ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে কমপক্ষে ২০ জন নিহত হয়েছেন। সূত্রের খবর, ব্যাংককে ধসে পড়া ৩০ তলা নির্মীয়মান ভবনের ভেতরে বেশ কয়েকজন শ্রমিক আটকা পড়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। নির্মাণ কাজে ৪০০ জনেরও বেশি শ্রমিক নিযুক্ত ছিলেন, যার মধ্যে ৮০ জন নিখোঁজ রয়েছেন। শ্রমিকদের উদ্ধারে উদ্ধার অভিযান চলছে। 


ভূমিকম্পের ভয়াবহতা বৃদ্ধির পর, সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে ব্যাংককে ট্রেন পরিষেবা সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছিল। এখন ব্যাংকক আন্তর্জাতিক বিমানবন্দরও দুই ঘন্টার জন্য বন্ধ করে দেওয়া হয়েছে। মায়ানমারে ভূমিকম্পের পর থাইল্যান্ডের প্রধানমন্ত্রী ব্যাঙ্কককে 'জরুরি অবস্থা' ঘোষণা করেছেন। শহরের চাতুচক পার্ক এলাকায় একটি বিল্ডিং ধসে একজন নিহত হয়েছেন। শহরজুড়ে ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। প্রধানমন্ত্রীর কার্যালয়ের এক বিবৃতি অনুসারে, "প্রধানমন্ত্রী স্বরাষ্ট্র মন্ত্রককে অবিলম্বে ব্যাংকককে জরুরি অবস্থা ঘোষণা করার নির্দেশ দিয়েছেন এবং দেশের সমস্ত রাজ্যকে এই পরিস্থিতি বিবেচনা করার জন্য অবহিত করেছেন যাতে প্রয়োজনে তাৎক্ষণিক জনসাধারণের সহায়তা প্রদান করা যায়।"


এদিকে মায়ানমারে এই ভূমিকম্প নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করে লিখেছেন, 'মায়ানমার ও তাইল্যান্ডে ভয়াবহ ভূমিকম্পের ঘটনায় আমি চিন্তিত। প্রত্যেকের নিরাপত্তার জন্য প্রার্থনা করছি। সবরকম সহায়তার জন্য প্রস্তুত ভারত। মায়ানমার ও তাই সরকারের সঙ্গে যোগাযোগ রেখে চলেছি আমরা।'


সোশাল মিডিয়ায় একাধিক ভিডিও সামনে আসছে। সেখানে দেখা গিয়েছে ভূমিকম্পের তীব্রতার জেরে বহুতলের সুইমিং পুল থেকে জল ছলকে নিচে পড়ছে।