জলাভাব, ঔরঙ্গাবাদে মদের ভাঁটিতে জল সরবরাহ ২০ শতাংশ ছাঁটাই
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 16 Apr 2016 03:06 PM (IST)
মুম্বই: ভয়াবহ খরার কবলে মহারাষ্ট্রের মারাঠওয়াড়া। হাহাকার জলের জন্য। সে কথা মাথায় রেখে পানীয় জলের সঙ্কট মোকাবিলায় মারাঠওয়াড়ায় বিয়ার তৈরির কারখানাগুলিকে জল সরবরাহ বন্ধ করে দিতে রাজ্য সরকারের কাছে দাবি জানালেন শিবসেনা সভাপতি উদ্ধব ঠাকরে। এবং তাঁর দাবির কয়েক ঘণ্টার মাথায় ঔরঙ্গাবাদ প্রশাসনের তরফে জেলা কালেক্টর নিধি পান্ডে মারাঠওয়াড়ার শিল্প সংস্থাগুলিকে ১০ শতাংশ ও মদ প্রস্তুতকারী ভাটিখানাগুলিকে ২০ শতাংশ জল সরবরাহ ছাঁটাই করা হচ্ছে বলে ঘোষণা করেন। তিনি বলেছেন, জলাভাবের পরিপ্রেক্ষিতেই সরবরাহ কমানো হচ্ছে। সংশ্লিষ্ট প্রশাসনিক লোকজনের সঙ্গে কথা বলেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তাপমাত্রা অস্বাভাবিক বৃদ্ধি পাওয়ার ফলে জলাধারগুলি থেকে জল বাষ্প হয়ে উবে যাওয়ার মাত্রা বেড়েছে। তবে শিল্প ও মদ প্রস্তুতকারী সংস্থাগুলিকে জল সরবরাহে ছাঁটাই বহাল থাকবে এক পক্ষকাল। আমরা ৩০ এপ্রিল পরিস্থিতি খতিয়ে দেখে পরবর্তী সিদ্ধান্ত নেব। তিনি বলেছেন, শিল্প ইউনিটগুলিকে জল সঞ্চয়ে পদক্ষেপ করতে আবেদন করা হয়েছে। যদিও দেবেন্দ্র ফঢ়নবিশ মন্ত্রিসভার বিজেপি সদস্য, রাজ্যের গ্রামোন্নয়ণমন্ত্রী পঙ্কজা মুন্ডে বিড়ে মদের ভাঁটিগুলিকে জল সরবরাহ বন্ধ রাখার দাবি বাস্তবসম্মত নয় বলে মন্তব্য করেছেন। তিনি বলেছেন, মদ নির্মাতা ইউনিটগুলি পানীয় জল ব্যবহার করলে তা সরবরাহ বন্ধ করে দেওয়া উচিত। কিন্তু শিল্প ইউনিট হিসাবে তাদের জন্য বরাদ্দ করা জল বন্ধ করে দেওয়া ঠিক নয়।