নয়াদিল্লি: একদিকে ফ্লেক্সি ফেয়ারে বিশেষ ছাড়। দূরপাল্লার ট্রেনে বাড়ছে আরএসি বার্থের সংখ্যা। আবার অন্যদিকে কম যাত্রী হওয়ায় কিছু ট্রেনে কমল তৎকাল কোটা। একদিনে তিনটি ঘোষণা করল রেল।


যাত্রীদের জন্য সুখবর দিয়ে সোমবার ফেক্সি ফেয়ার সিস্টেমে বদল আনার কথা ঘোষণা করল রেল। ফ্লেক্সি ফেয়ার হল, পরিবর্তনশীল মূল ভাড়া। যাত্রার দিন যত এগিয়ে আসবে এবং ট্রেনের আসন সংখ্যা যত কমে আসবে, ততই বেশি হবে সেই ভাড়া।


এবার ভাড়া নির্ধারণের এই পদ্ধতিতেই বদল আনছে রেল। ইতিমধ্যে রাজধানী, দুরন্ত ও শতাব্দী এক্সপ্রেসে চালু হয়েছে এই ফ্লেক্সি ফেয়ার। রেল জানিয়েছে, এবার থেকে প্রথম চার্ট তৈরির পরও ট্রেনের আসন খালি থাকলে, সেই সব খালি আসনের শেষ মুহূর্তের ভাড়ায় মিলবে ১০ শতাংশ ছাড়।


অন্যদিকে কয়েকটি দূরপাল্লার ট্রেনের তৎকাল টিকিটের সংখ্যা কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ফলে সমস্যায় পড়তে পারেন যাত্রীরা। রেলের ঘোষণা অনুযায়ী, যাত্রী না মেলায় রাজধানী, দুরন্ত ও শতাব্দী এক্সপ্রেসের তত্কাল কোটা কমানো হচ্ছে। ৩০ শতাংশ থেকে কমিয়ে এই সব ট্রেনে ১০ শতাংশ আসন বরাদ্দ করা হয়েছে তৎকাল টিকিটের জন্য।


মঙ্গলবার থেকে ৬ মাসের জন্য কার্যকর করা হচ্ছে এই দুই সিদ্ধান্ত। এর পাশাপাশি রেলে বাড়ছে আরএসি বার্থের সংখ্যা। স্লিপার ক্লাসে দশের বদলে আরএসি বার্থ বেড়ে হচ্ছে ১৪টি। এসি থ্রি-টিয়ারে ৪ থেকে বেড়ে হচ্ছে ৮। এসি টু-টিয়ারে ৪ থেকে আরএসি বার্থের সংখ্যা বেড়ে হচ্ছে ৬। আগামী ১৬ জানুয়ারি থেকে কার্যকর হবে এই সিদ্ধান্ত।


এদিকে, উত্তর ভারতে ঘন কুয়াশার কারণে আগামী ১৫ জানুয়ারি পর্যন্ত ৭৫টি ট্রেন বাতিল করার ঘোষণা করেছে রেল। এর মধ্যে রয়েছে সিয়ালদহ এক্সপ্রেস, নর্থ ইস্ট এক্সপ্রেস, বেগুমপুরা এক্সপ্রেস, লখনউ ডবল-ডেকার এক্সপ্রেস ছাড়াও অনেক ট্রেন রয়েছে।