সূত্রের খবর, তিলেরু গ্রামে ‘মহাত্মা গান্ধী ন্যাশানাল রুরাল এমপ্লয়মেন্ট গ্যারেন্টি অ্যাক্ট’ প্রকল্পের অধীনে মাটি কাটার কাজে নিযুক্ত ছিলেন ওই ১২ জন মহিলা।
প্রত্যক্ষদর্শীদের বয়ান অনুযায়ী, দুপুরে কাজ বন্ধ রেখে খেতে বসেছিলেন ১২ জন মহিলা। আচমকাই মাটির স্তুপ ভেঙ্গে পড়ে তাদের ওপর। ৬-৮ ফুট মাটির নিচে চাপা পড়ে যান ১০ জন মহিলা। একজন গুরুতরভাবে জখম হন। মাত্র একজন রক্ষা পেয়ে যান।
তেলঙ্গানার মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও এই ঘটনাকে দুর্ভাগ্যজনক বলে গভীর শোকপ্রকাশ করেছেন। আহত ও নিহতদের পরিবারদের সাহায্যের জন্য নির্দেশ দেন তিনি।