মুম্বই: দেশের ৭৫টি ব্যস্ততম স্টেশন চত্বরে ১০০ ফুট দীর্ঘ তেরঙ্গা পতাকা বসানোর সিদ্ধান্ত নিল ভারতীয় রেল। গত ২২ অক্টোবর এই মর্মে রেলের সব জোনাল দপ্তরে নির্দেশ পাঠিয়েছে রেলওয়ে বোর্ড। আগামী মাসের শেষে পতাকা লাগানোর কাজ শেষ করে ফেলতে বলা হয়েছে। ৭৫টি স্টেশনের মধ্যে সাতটি মুম্বইয়ের।
রেল বোর্ডের এক্সিকিউটিভ ডিরেক্টর (স্টেশনের উন্নতি) বিবেক সাক্সেনার জারি করা অর্ডারে বলা হয়েছে, বোর্ড ঠিক করেছে, সব সাবেক এ ওয়ান রেল স্টেশনে মনুমেন্ট সমান উচ্চতার (অন্তত ১০০ ফুট লম্বা) পতাকা লাগানো হবে। ‘সফট আপগ্রেডস ইমপ্রুভমেন্টস অ্যাট স্টেশনস’ কর্মসূচির আওতায় এর খরচ ধরা হবে।
মুম্বইয়ের ছত্রপতি শিবাজি মেমোরিয়াল টার্মিনাস, লোকমান্য তিলক টার্মিনাস, দাদার, ঠানে, কল্যাণ, মুম্বই সেন্ট্রাল, বান্দ্রা টার্মিনাস স্টেশনকে বাছাই করা হয়েছে, যেখানে তেরঙ্গা পতাকা বসানো হবে। অর্ডারে বলা হয়েছে, পতাকা লাগাতে হবে স্টেশনের কোনও পছন্দসই জায়গায় যেখান থেকে সবাই দেখতে পাবে। সেখানে আলোর বন্দোবস্ত রাখতে হবে। পতাকার নিরাপত্তা, সুরক্ষার ভার ন্যস্ত হবে আরপিএফের ওপর।
ওয়েস্টার্ন রেলওয়ের প্রধান মুখপাত্র রবিন্দর ভাকর বলেছেন, রেল বোর্ডের নির্দেশ অক্ষরে অক্ষরে পালিত হবে, আমাদের টিম বেঁধে দেওয়া সময়সীমার মধ্যে পতাকা বসানোর কাজ সম্পূর্ণ করতে যথাসাধ্য চেষ্টা করবে।
যদিও যাত্রী সংগঠন জোনাল রেলওয়ে ইউজার্স কনসালটেটিভ ক কমিটির সদস্য রতন পোদ্দারের মত, যাত্রী পরিষেবার মান উন্নত করাই রেলের অগ্রাধিকার হওয়া উচিত, পতাকা লাগানোর সঙ্গে অবশ্যই যার কোনও সম্পর্ক নেই। শুধু পতাকা লাগালেই লোকের মনে দেশপ্রেমের উন্মেষ ঘটানো সম্ভব বলে মনে করি না।