চেন্নাই: তামিলনাড়ুর বিধায়করা এবার থেকে আগের তুলনায় প্রায় দ্বিগুণ বেতন পাবেন। বুধবার এই মর্মে প্রস্তাব গৃহীত হয় তামিলনাড়ু বিধানসভায়।
এদিন রাজ্য বিধানসভায় মুখ্যমন্ত্রী কে পালানিস্বামী বিধায়কদের নতুন বেতন ও ভাতা বৃদ্ধির সিদ্ধান্ত ঘোষণা করেন। এতদিন বিধায়করা মাসিক ৫৫ হাজার টাকা বেতন পেতেন। এবার থেকে তাঁরা ১ লক্ষ ৫ হাজার টাকা বেতন তুলবেন। অর্থাৎ প্রায় ৯০.৯১ শতাংশ বৃদ্ধি।
দীর্ঘদিন ধরেই বেতন বৃদ্ধির দাবিতে সোচ্চার হচ্ছেন বিধায়করা। শুধু বিরোধীরাই নয়, এদিন সরকারের ঘোষণা দৃশ্যত খুশি শাসক দলের বিধায়করাও। বেতনের পাশাপাশি, মুখ্যমন্ত্রী, মন্ত্রিসভার সদস্যবৃন্দ, স্পিকার, ডেপুটি স্পিকার, বিরোধী দলনেতা এবং সরকারের মুখ্য সচেতকের ভাতাও অনেকটাই বাড়ানো হয়েছে।
বিধায়কদের বেতন ছাড়াও তাঁদের আসনে বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের তহবিলও ২ কোটি টাকা থেকে বাড়িয়ে আড়াই কোটা টাকা করা হয়েছে। প্রাক্তন বিধায়ক ও এখন অবলুপ্ত বিধান পরিষদের সদস্যদের পেনসন মাসে ১২ হাজার থেকে বাড়িয়ে ২০ হাজার করা হয়েছে।