ছত্তিশগড়: স্বচ্ছ ভারত অভিযানের ম্যাসকট নির্বাচিত হলেন ১০৫ বছরের এক বৃদ্ধা। ছাগল বিক্রি করে শৌচাগার বানিয়েছিলেন তিনি।
ছত্তিশগড়ের ধামতারির কোটাভারি গ্রামের বাসিন্দা কুনওয়ার বাঈ-এর পরিবারের দীর্ঘদিনের অভ্যাস মাঠেই শৌচকর্ম করা। কিন্তু ১০৫ বছর বয়সে এসে তিনি নিজেই ভেঙে দিলেন এই অস্বাস্থ্যকর প্রথা। তাঁর নিজের আট-দশটি ছাগল ছিল। তা বিক্রি করে শৌচাগার তৈরি করান তিনি। শুধু নিজের বাড়িই নয়, গ্রামে গ্রামে শৌচাগার তৈরির প্রয়োজনীয়তা নিয়ে প্রচারও চালান তিনি।
তাঁর এই সচেতনতার জন্য তাঁকে সংবর্ধনা দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এ বছরের শুরুতে ছত্তিশগড়ে শ্যামা প্রসাদ মুখোপাধ্যায় রুরবান(রুরাল-আরবান) মিশন লঞ্চের অনুষ্ঠানে কুনওয়ার বাঈের পায়ে হাত দিয়ে প্রণাম করেছিলেন মোদী।
১৭ সেপ্টেম্বর স্বচ্ছতা দিবস-এর দিন আবার তাঁকে সম্বর্ধনা দেবেন মোদী।
ছাগল বেচে শৌচাগার বানিয়ে স্বচ্ছ ভারত-এর মুখ ১০৫–এর কুনওয়ার বাঈ
Web Desk, ABP Ananda
Updated at:
14 Sep 2016 05:19 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -