নয়াদিল্লি: ভিআইপিদের আনাগোনার কারণে শনিবার দিল্লি বিমানবন্দরে ১৩ টি বিমানকে দিল্লির বাইরে ঘুরিয়ে দিতে হল বলে সংবাদসংস্থা জানিয়েছে। গতকাল রাত নটার সময় দিল্লি বিমানবন্দরের ওয়েবসাইটে দেখা গিয়েছে যে, ইন্দিরা গাঁধী আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় ৯০ টি ডোমেস্টিক উড়ানের অবতরণের কথা ছিল। সেই বিমানগুলি ঘুরিয়ে দেওয়া হয় বা অবতরণে বিলম্ব ঘটানো হয়। রাত সাড়ে দশটার পর অবশ্য সবকটি বিমানই অবতরণ করে।
অনেক বিমানেরই প্রায় একঘন্টার বেশি দেরী হয়েছে। পটনা থেকে জেট এয়ারওয়েজের একটি বিমানের সোয়া তিনটে নাগাদ অবতরণের কথা ছিল। কিন্তু বাস্তবে বিমানটি দিল্লিতে অবতরণ করে প্রায় সাড়ে ছয় ঘন্টা দেরীতে- রাত নটা নাগাদ।
জেটের ট্যুইট, দিল্লি বিমানবন্দরে ভিআইপি আনাগোনার জন্য আকাশে অনেক বেশি বিমান থাকায় আমাদের কিছু উড়ানে প্রভাব পড়েছে। বিমানবন্দরে আসার আগে যাত্রীদের বিমান ছাড়ার সময়টি দেখে নেওয়ার অনুরোধ জানায় জেট কর্তৃপক্ষ।
একইধরনের পরামর্শ দেয় স্পাইসজেটও। যাত্রীদের মুম্বই বন্দরেও বিমানের ভিড় থাকার কথা জানানো হয়।
দিল্লি এয়ার ট্র্যাফিক কন্ট্রোলের পক্ষ থেকে জানানো হয়েছে যে, ভিআইপিদের চার্টার্ড বিমান একের পর এক নামতে থাকায় অন্যান্য বিমানের অবতরণে বিলম্ব হয়েছে।
দিল্লি বিমানবন্দরে 'ভিআইপিদের আনাগোনা', ১৩ বিমান ঘুরিয়ে দেওয়া হল, বিলম্ব অনেকগুলির
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
05 Nov 2017 01:56 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -