নয়াদিল্লি: মাওবাদী দমনে আরও ১৩টি নতুন পুলিশ ব্যাটালিয়ন গঠন করার সিদ্ধান্ত নিল কেন্দ্র। এর মধ্যে একটি ব্যাটালিয়ন গঠন হবে মাও-অধ্যুষিত অঞ্চলের উপজাতি সম্প্রদায়ের যুবাদের নিয়ে।


সাময়িক স্থিমিত থাকার পর ফের মাথাচাড়া দিচ্ছে মাওবাদী সমস্যা। সেই দিক বিচার করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নিরাপত্তা বিষয়ক সংসদীয় কমিটি মাও-অধ্যুষিত অঞ্চলগুলির জন্য ১২টি রিজার্ভ পুলিশ ব্যাটালিয়ন গঠন করার অনুমোদন দিয়েছে।

এর মধ্যে চারটি গঠন হবে ছত্তিসগড়ে, ঝাড়খণ্ড ও ওড়িশায় হবে তিনটি করে এবং মহারাষ্ট্রে হবে দুটি। কমিটির সুপারিশ, ব্যাটালিয়নে কনস্টেবল পদের তিন-চতুর্থাংশই গঠন হবে দেশের ২৭টি মাওবাদী-কবলিত জেলায় বসবাসকারী যুবাদের নিয়ে।

এর জন্য বয়স ও শিক্ষাগত যোগ্যতায় ছাড় দেওয়া হবে বলেও জানিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। পাশাপাশি, ছত্তিশগড়ের বস্তার জেলার যুবকদের নিয়ে কেন্দ্রীয় আধা-সামরিক বাহিনী সিআরপিএফ-এর একটি পৃথক ‘বস্তারিয়া’ ব্যাটালিয়নও গঠন করা হবে। এই ব্যাটালিয়নের সর কনস্টেবল মাওবাদী-অধ্যুষিত (অবিভক্ত বস্তার অঞ্চলের) সুকমা, দান্তেওয়াড়া, নারায়ণপুর এবং বিজাপুর থেকে নিয়োগ করা হবে।

অন্যদিকে, পূর্বেই অনুমোদন পাওয়া রিজার্ভ ফোর্সের ২টি ব্যাটালিয়নকে সিআরপিএফ-এর অতিরিক্ত বাহিনী হিসবে অন্তর্ভুক্ত করা হবে। এর জন্য ঝাড়খণ্ড, বিহার, ওড়িশা, ছত্তিশগড় এবং মহারাষ্ট্রের ১৫টি মাওবাদী-অধ্যুযিত অঞ্চলের যুবাদের নিয়োগ করা হবে।