ভোপাল: গত এক বছরে বিষপ্রয়োগের ফলে বা বিদ্যুৎপৃষ্ট হয়ে এবং অন্যান্য কারণে অন্তত ১৩টি বাঘের মৃত্যু হয়েছে মধ্যপ্রদেশের জঙ্গলে। পেঞ্চ জাতীয় উদ্যানে মৃত্যু হয়েছে ৯টি বাঘের এবং বান্ধবগড় জাতীয় উদ্যানে মারা গিয়েছে ৪টি বাঘ। তথ্যের অধিকার আইনে এক প্রশ্নের জবাবে এ কথা জানিয়েছে মধ্যপ্রদেশের বনবিভাগ।

বন্যপ্রাণ রক্ষার জন্য দীর্ঘদিন ধরে কাজ চালিয়ে যাওয়া অজয় দুবে গত এক বছরে মধ্যপ্রদেশের দুটি জাতীয় উদ্যানে এতগুলি বাঘের মৃত্যুর প্রকৃত কারণ জানতে চেয়েছেন। চোরাশিকারিদের আক্রমণে বাঘের মৃত্যুর ঘটনার তদন্ত চেয়ে মধ্যপ্রদেশ হাইকোর্টে জনস্বার্থ মামলাও দায়ের করেছেন অজয়।

মধ্যপ্রদেশে ৬টি ব্যাঘ্র প্রকল্প আছে। এগুলি হল কানহা, বান্ধবগড়, পান্না, বোরি-সাতপুরা, সঞ্জয়-ডুবরি ও পেঞ্চ। এই ৬টি জঙ্গলে মোট ২৫৭টি বাঘ ছিল। ২০১৪ সালের গণনা অনুযায়ী, ভারতে মোট ২,২২৬টি বাঘ ছিল। সবচেয়ে বেশি বাঘ রয়েছে কর্ণাটক ও উত্তরাখণ্ডে। বাঘের সংখ্যায় তৃতীয় স্থানে মধ্যপ্রদেশ। সেখানে এক বছরের মধ্যে ১৩টি বাঘের মৃত্যুর ঘটনায় উদ্বিগ্ন বন্যপ্রাণ রক্ষা আন্দোলনের সঙ্গে জড়িত ব্যক্তিরা। সেই কারণেই মামলা দায়ের করেছেন অজয়।