নয়াদিল্লি: গুজরাত বিধানসভা ভোটে মোট ১,৮১৫ জন প্রার্থীর মধ্যে ১৪ শতাংশের বিরুদ্ধে ফৌজদারি মামলা রয়েছে। নির্বাচন কমিশনে তাঁরা নিজেদের সম্পর্কে যে হলফনামা জমা দিয়েছেন, তাতেই উঠে এসেছে এই তথ্য।

অ্যাসোসিয়েশন অফ ডেমোক্র্যাটিক রিফর্মস বা এডিআর নামে একটি স্বেচ্ছাসেবী সংস্থা এই সমীক্ষা চালিয়েছে।

তাতে দেখা যাচ্ছে, মাথায় ফৌজদারি মামলা ঝুলছে এমন প্রার্থীর সংখ্যা ২৫৩। এঁদের মধ্যে ১৫৪ জনের বিরুদ্ধে খুন, খুনের চেষ্টা, অপহরণ, মহিলা সংক্রান্ত অপরাধের মত গুরুতর অভিযোগ রয়েছে। পদ্ম, হাত- কারও ঘর এ ক্ষেত্রে পরিষ্কার নয়। ৫৬ জন কংগ্রেস প্রার্থীর বিরুদ্ধে রয়েছে ফৌজদারি মামলা। বিজেপির এমন প্রার্থী সংখ্যা ৪৬।

কোটিপতি প্রার্থী ৪১৮ জন, এঁদের মধ্যে বিজেপির প্রাত্থী ১৪৭ জন, কংগ্রেস সামান্য পিছিয়ে, ১২৯।

এবার আসা যাক সম্পত্তির খতিয়ানে। গুজরাত ভোটে লড়াই করা প্রার্থীদের সম্পত্তির গড় আর্থিক মূল্য ২.২২ কোটি টাকা। ২০১২-য়, গত বিধানসভা ভোটে ১,২৩৮ জন প্রার্থীর সম্পত্তির গড় আর্থিক মূল্য ছিল ১.৪৬ কোটি, ৫ বছরে অনেকটা বেড়েছে।

১৮১ জন বিজেপি প্রার্থীর সম্পত্তির গড় আর্থিক মূল্য ৯.০৪ কোটি টাকা। ১৭৬ জন কংগ্রেস প্রার্থীর ক্ষেত্রে তা ৯.১০ কোটি। ১৩৮ জন বিএসপি প্রার্থীর সম্পত্তি তুলনায় অনেকটা কম, ১৯.৮৪ লাখ।

রিপোর্টে জানা গিয়েছে, ৩৫টা কেন্দ্র ঘোষণা করা হয়েছে রেড অ্যালার্ট কেন্দ্র বলে, এগুলির ৩ বা তার থেকে বেশি প্রার্থীর বিরুদ্ধে ঘোষিত ফৌজদারি মামলা রয়েছে। ২০১২-য় এমন কেন্দ্রের সংখ্যা ছিল ২৫।