পালঘর, মহারাষ্ট্র: মুম্বই থেকে মাত্র ১৫০ কিমি দূরত্বে মহারাষ্ট্রের পালঘরে বয়সার-তারাপুর ইন্ডাস্ট্রিয়াল এস্টেটে রাসায়নিক কারখানায় ভয়াবহ আগুন। মৃত তিন। গুরুতর জখম ১৫। আগুন যেখানে লেগেছে, সেখান থেকে মাত্র ২০ কিলোমিটার দূরেই রয়েছে তারাপুর পারমাণবিক কেন্দ্র। সূত্রের খবর, বিস্ফোরণের শব্দ শোনা গিয়েছে ঘটনাস্থল থেকে। গোটা এলাকায় ছড়িয়েছে তীব্র আতঙ্ক।
বৃহস্পতিবার রাত ১১ বেজে ১৫ মিনিট নাগাদ পালঘরের রামদেও কেমিক্যাল প্ল্যান্টস থেকে প্রথম বিস্ফোরণের শব্দ শোনা যায়। আশঙ্কা করা হচ্ছে বিস্ফোরণটি ঘটে কারখানার বয়লার রুমে। প্রতক্ষ্যদর্শীদের দাবি, বিস্ফোরণের শব্দে প্রথমে মনে হয়েছিল, যেন বোমা বিস্ফোরণ ঘটেছে। ঘটনায় গুরুতর জখম ১৫।
পালঘর কন্ট্রোল পুলিশ আধিকারিক প্রমোদ পাওয়ার জানিয়েছেন, গতকাল রাত এগারোটার পর প্রথম বিস্ফোরণটি ঘটে। তবে ঠিক কী কারণে এই বিস্ফোরণটি ঘটেছে সেটা এখনও পরিষ্কার নয়। তবে বিস্ফোরণের পর পুরো দশ কিমি এলাকায় যত বাড়ি ছিল সেগুলোও কেঁপে ওঠে। ঘটনাস্থলে গিয়েছে দমকলবাহিনী।
আগুন রামদেও কেমিক্যালস থেকে আশেপাশের প্ল্যান্টেও ছড়িয়ে পড়ে।
পালঘরে ইন্ডাস্ট্রিয়াল এস্টেটে বিস্ফোরণ, ৬টি কারখানায় আগুন, মৃত ৩, জখম ১৫
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
09 Mar 2018 09:23 AM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -