বদায়ুঁ: উত্তরপ্রদেশের বদায়ুঁ জেলার বিভিন্ন গ্রামে সরকারি অর্থ পাওয়ার পরেও বাড়িতে শৌচাগার না বানানোয় ১৬ জনের বিরুদ্ধে মামলা করল প্রশাসন। সরকারি অর্থ নয়ছয় করায় তাঁদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন আধিকারিকরা।

জেলাশাসক অনিতা শ্রীবাস্তব বলেছেন, ‘উঝানি থানা এলাকার বিভিন্ন গ্রামের ১৬ জনের বিরুদ্ধে এফআইআর দায়ের হয়েছে। নমামি গঙ্গা প্রকল্পে তাঁদের বাড়িতে শৌচাগার তৈরির জন্য টাকা দেওয়া হয়েছিল। যাঁরা টাকা পাওয়ার পরেও শৌচাগার তৈরি করেননি, তাঁদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। প্রশাসনের পক্ষ থেকে তাঁদের অনেক সময় দেওয়া হয়েছিল। নির্দিষ্ট সময় পেরিয়ে যাওয়ার পরে একাধিকবার নোটিসও দেওয়া হয়েছিল। কিন্তু তাতেও কাজ না হওয়ায় মামলা করতে বাধ্য হয়েছি আমরা।’