নয়াদিল্লি: ১৬ বছরের নয়ডার কিশোর যশ ভটকর এবছরের স্কলাস্টিক অ্যাপটিটিউড টেস্টে (স্যাট) ১৬০০ নম্বরের মধ্যে ১৫৯০ নম্বর তুলে সকলকে চমকে দিয়েছে।
প্রতিবছর প্রায় ১৭ লক্ষ ভারতীয় পড়ুয়া এই পরীক্ষায় বসে। উদ্দেশ্য, মার্কিন যুক্তরাষ্ট্রের শীর্ষ শিক্ষা প্রতিষ্ঠানে পড়ার যোগ্যতা অর্জন করা।
যশের মার্কশিট বলছে, সে অঙ্কে ৮০০-তে ৮০০ পেয়েছে। আর ফিজিক্সে ৮০০-তে ৭৯০ পেয়েছে। আর এসব সে করেছে কোনওপ্রকার টিউশন না নিয়েই! লখনউ শহরের বিস্ময় বালক শুভ অগ্রবালও একই নম্বর পেয়েছে।
স্বভাবতই, এমন নম্বর পেয়ে উচ্ছ্বসীত যশ। এক সর্বভারতীয় দৈনিককে দেওয়া সাক্ষাতকারে যশ জানিয়েছে, সে আজ পর্যন্ত কোনওদিন প্রাইভেট টিউশন নেয়নি, আর ভবিষ্যতেও নেবে না।
যশের মতে, কোনও বিষয়কে মুখস্ত করার চেয়ে তার কনসেপ্ট বা সারমর্ম বোঝাটা বেশি গুরুত্বপূর্ণ। সে জানায়, একটা বিষয়ে যত গভীরে যাওয়া যাবে, ততই পরবর্তী ক্ষেত্রে উপকার মিলবে।
একইসঙ্গে, যশের পরামর্শ, কখনও বাড়তি চাপ নিতে নেই। যশ জানিয়েছে, পরীক্ষার আগে সে বেশি পড়াশোনা করত না। কারণ, তার মতে, এতে চাপসৃষ্টি হয়। ফলত, পরীক্ষা খারাপ হওয়ার সম্ভাবনা থাকে।
ষোল বছরের এই বিস্ময় বালকের স্বপ্ন, স্ট্যানফোর্ড বা ইয়েল বিশ্ববিদ্যালয় থেকে অঙ্ক বা অর্থনীতি নিয়ে পড়াশোনা করার।