নয়াদিল্লি:  দিল্লির নজফগড়ে বাড়ির সামনে ভর সন্ধেবেলা প্রকাশ্য রাস্তায় গাড়ির মধ্যে গুলি করে হত্যা কিশোরীকে। মেয়েটি সেসময় একটি মার্সিডিজ গাড়ির মধ্যে বসেছিল। কিশোরীর মায়ের সামনেই পুরো ঘটনাটি ঘটে। ঘটনার পর থেকে কিশোরীর এক বন্ধু নিখোঁজ।


মেয়েটি মঙ্গলবার দুপুরে তার দুই বন্ধুর সঙ্গে লাঞ্চ করতে যায়। তারপর সেখান থেকে ফিরে, বন্ধুদের সঙ্গে মিলে মেয়েটি কিছু শপিং করে। এদিকে মেয়ের ফিরতে দেরি হচ্ছে দেখে, মেয়েটির মা তাকে ফোন করে সন্ধে সাড়ে সাতটা নাগাদ। মেয়ের সঙ্গে সেসময় মায়ের কথাও হয়। মেয়েটির মা জানিয়েছেন, বাড়ির সামনে দাঁড়িয়ে তিনি মার্সিডিজ গাড়িটিকে ঢুকতেও দেখেন। তারপর কিশোরীর বাড়ির সামনে এসে, গাড়ি থেকে একজন বন্ধু নেমে দাঁড়ায়। তার নাম যোগেশ। সেসময় গাড়িতে মেয়েটি ও তার অপর বন্ধু শুভম বসেছিল। তারপরই গাড়ির ভেতর থেকে গুলির আওয়াজ শুনতে পান মেয়েটির মা।

গুলির আওয়াজ শুনে ঘটনাস্থলে গেলে, মেয়েটির মা দেখেন, তাঁর মেয়ে রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছে। ঘটনার পরই শুভম ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। মেয়েটিকে তার মা ও অপর বন্ধু যোগেশ হাসপাতালে নিয়ে যায়। যে বন্দুক দিয়ে আক্রমণ চালানো হয়েছে, সেটিও উদ্ধার করেছে পুলিশ। অভিযুক্ত সেই বন্ধু ও তার পরিবারের লোক এখন পলাতক।

কিশোরীকে হাসপাতালে নিয়ে গেলে চিকিত্সকরা তাকে মৃত বলে ঘোষণা করে। খুনের কারণ কী খতিয়ে দেখছে পুলিশ, শুরু হয়েছে তদন্ত।