এক নিউজ চ্যানেলে সাক্ষাৎকার দেওয়ার সময় যোগী আদিত্যনাথ দাবি করেন, এখন অপরাধীরা এরাজ্যের আইনকে রীতিমত ভয় করে। কিন্তু তার ঠিক ২৪ ঘণ্টার মধ্যেই উত্তরপ্রদেশে এমন এক ঘটনায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।
অষ্টাদশী ওই কিশোরী বিকেল সাড়ে চারটের সময় সাইকেলে চেপে কাছের একটি বাজারে যাবে বলে বেরিয়েছিল। আচমকাই তাকে ফাঁকা রাস্তায় ঘিরে ধরে অজ্ঞাতপরিচয়ের একদল দুষ্কৃতী। তারপর তার গায়ে পেট্রোল ঢেলে আগুন দিয়ে তাকে জ্যন্ত পুড়িয়ে মারা হয়। ঘটনার পরই এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পুলিশ এসে পুরো এলাকা ঘিরে ফেলে। দেহটি ময়নাতদন্তে পাঠানো হয়েছে। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। উন্নাওয়ের বারা সাগর জেলায় ঘটনাটি ঘটেছে।
ঘটনার পরই সাহায্যের জন্যে চিৎকার করে ওঠে ওই কিশোরী। তখন সেখান থেকে পালায় দুষ্কৃতীরা। স্থানীয় বাসিন্দারা সাহায্যে ছুটে এলেও, মেয়েটিকে শেষপর্যন্ত বাঁচানো যায়নি।