মুম্বই: এক তরফা প্রেমের বলি হলেন এক মহিলা। তাঁকে কুপিয়ে খুন করে পালানোর সময় জনতার তাড়ায় ধরা পড়ল ১৯ বছরের এক তরুণ। তাকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। মুম্বইয়ে এই চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। ধৃতের বিরুদ্ধে খুনের মামলা দায়ের করেছে পুলিশ।
নিহত মহিলা মুম্বইয়ের আন্ধেরি এলাকার বাসিন্দা। ২৮ বছরের ওই মহিলা বিবাহিত এবং দুই সন্তানের জননী। একটি বারে কাজ করে পরিবার প্রতিপালন করতেন তিনি। অভিযুক্ত তরুণের বয়স ১৯। সে ওই মহিলার গ্রামের বাসিন্দা বলেই জানা গেছে।
পুলিশ জানিয়েছে, ওই মহিলা রাত ১০ টা নাগাদ আন্ধেরির পাবলিক ব্রিজ ধরে বাড়ি ফিরে আসছিলেন। সেখানে তাঁর পথ আটকে দাঁড়ায় অভিযুক্ত। কেউ কিছু বোঝার আগেই সে চাকু নিয়ে ঝাঁপিয়ে পড়ে মহিলার ওপর। এলোপাথাড়ি কোপ মেরে পালিয়ে যাওয়ার স্থানীয়দের হাতে ধরা পড়ে সে।
অধিক রক্তপাতে মৃত্যু হয় ওই মহিলার।
পুলিশ জানিয়েছে, ওই মহিলা ও তরুণ একে অপরের পরিচিত। দুজনেই একই গ্রাম থেকে মুম্বইয়ে এসেছেন। কিছুদিন আগেই ওই মহিলা ঝাড়খণ্ড থেকে মুম্বইয়ে আসেন এবং বার গার্ল হিসেবে কাজ শুরু করেন। পুলিশ মহিলার দেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। ওই তরুণের প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় এভাবে তাঁকে খুন হতে হল বলে প্রাথমিক তদন্তে জানা গেছে।