নয়াদিল্লি: লোকসভা ভোটে তিনি ছিলেন যাদবপুরের তৃণমূল প্রার্থী। তাঁর প্রতিদ্বন্দ্বীদের মধ্যে ছিলেন কংগ্রেস সমর্থিত বাম প্রার্থী বিকাশ রঞ্জন ভট্টাচার্য এবং বিজেপির অনুপম হাজরা। সপ্তদশ লোকসভায় এই দুই প্রার্থীকেই ব্যাপক ব্যবধানে হারিয়ে জয়ী হয়েছেন মিমি চক্রবর্তী। জয়ের পর লোকসভার সাংসদ হিসেবে শপথও নিয়েছেন তিনি। এবার প্রথমবার লোকসভার শীতকালীন অধিবেশনে সামিল হতে চলেছেন মিমি। আর এই স্মরণীয় মুহূর্তে যাদবপুরের তৃণমূল সাংসদের সঙ্গী হয়েছেন তাঁর মা তাপসী চক্রবর্তী ।


সংসদের উভয় কক্ষেই সোমবার থেকে শুরু হয়েছে শীতকালীন অধিবেশন। এই অধিবেশনের প্রথম দিনেই লোকসভায় উপস্থিত রয়েছেন মিমি। অধিবেশন শুরুর আগে সংসদ চত্বরে মা তাপসীকে নিয়ে একটি ছবি তুলেছেন মিমি। সেই ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্টও করেছেন তৃণমূল সাংসদ।





প্রসঙ্গত, অসুস্থতার কারণে শীতকালীন অধিবেশনে সামিল হতে পারেননি মিমির সতীর্থ তথা বসিরহাটের তৃণমূল সাংসদ নুসরত জাহান