নয়াদিল্লি: উত্তরপ্রদেশের কয়েকজন পুলিশকর্মীর বিরুদ্ধে মারাত্মক অভিযোগ। ১০০ টাকা ঘুষ দিতে রাজি না হওয়ায় দুজন দিনমজুরকে পিটিয়ে মেরে ফেলেছে তারা।  আগে বলা হয়েছিল, ঘুষ না দিলে সাজানো মামলায় ফাঁসানো হবে বলে পুলিশকর্মীরা ভয় দেখানোয় দিনমজুররা পালাতে গিয়ে পুকুরে ঝাঁপ দেয়। ডুবে মারা যায় তারা। কিন্তু ময়না তদন্তের রিপোর্টে সেই দাবি মিথ্যা প্রমাণিত হয়েছে। পুলিশের মারেই মৃত্যু হয়েছে বলে রিপোর্টে জানা গিয়েছে। খোদ জেলাশাসক পি সি গুপ্তা এ কথা জানিয়েছেন। তিনি বলেছেন, গোড়ায় ভারতীয় দণ্ডবিধির ৩০৪ ধারায় (অনিচ্ছাকৃত খুন) পাঁচ পুলিশকর্মীর বিরুদ্ধে যে মামলা দায়ের হয়েছিল, তা ৩০২ ধারায় (খুন) বদলে দেওয়া হয়েছে। ওই পুলিশকর্মীদের সাসপেন্ডও করা হয়েছে। এফআইআরে দুই দিনমজুরের পরিবার ১০০ টাকা ঘুষ দিতে অস্বীকার করায় ওদের পুলিশকর্মীরা পিটিয়ে মেরে ফেলেছে বলে জানিয়েছে।

 

মইনপুরি জেলার কোসমা গ্রামে তীব্র উত্তেজনা রয়েছে। পুলিশের বিরুদ্ধে তোলাবাজি,  ঘুষ চাওয়ার অভিযোগে ফুঁসছে গ্রামবাসীরা। থানায় চড়াও হয়ে পুলিশকর্মীদের বাইরে বের করে এনে মারধর করেছে তারা।

 

জানা গিয়েছে, শুক্রবার ভোরে দিলীপ যাদব ও পঙ্কজ যাদব নামে পাশের গ্রামের ওই দুই যুবক কোসামা যাচ্ছিলেন। তাঁদের ইটভর্তি ট্রাক্টর-ট্রলি চেক পয়েন্টে থামায় পুলিশ। এসআই উদয় বীর সিংহের নেতৃত্বে পুলিশ দলটি ১০০ টাকা ঘুষ চাইলে দিতে রাজি না হওয়ায় দুজনকে মারধর করে মিথ্যা মামলায় ফাঁসানোর ভয় দেখানো হয়। পরে পুলিশ দাবি করে, পালাতে গিয়ে পুকুরে পড়ে গিয়ে তলিয়ে গিয়েছে ওরা। কিন্তু গ্রামবাসীরা জানিয়ে দেয়, পুকুর এত গভীর নয় যে, ডুবে মৃত্যু হবে। পুলিশই ওদের মেরে পুকুরে দেহ ফেলে দিয়েছে।

 

ঘটনাটি উত্তরপ্রদেশে আসন্ন বিধানসভা নির্বাচনের কয়েক মাস আগে  নতুন করে অস্বস্তিতে ফেলে দিয়েছে অখিলেশ সিংহ যাদবের সমাজবাদী পার্টি সরকারকে।