নয়াদিল্লি: শাসক বদলেছে। শীলা দীক্ষিতের বদলে এসেছে অরবিন্দ কেজরীবাল সরকার। কিন্তু রাজধানীর মেয়েদের ভাগ্য বদলায়নি এতটুকু। ২০১২-য় নির্ভয়ার ঘটনার পর কড়া হয়েছে আইন। কিন্তু ধর্ষণের ঘটনায় কোনও ছেদ পড়েনি। বৃহস্পতিবার রাতেও ফের দিল্লির বুকে ঘটেছে গণধর্ষণ। আমনবিহার এলাকায় ১৭ ও ১৮ বছরের দুই সদ্য তরুণীকে তাঁদের বন্ধুদের সামনেই ধর্ষণ করেছে ৫ দুষ্কৃতী। ৪জনকে আটক করা হয়েছে, ১জন এখনও নিখোঁজ।

রাত সাড়ে আটটা নাগাদ মুন্ডকা মেট্রো স্টেশনের কাছে ঘটেছে এই ঘটনা। দুই অভিযোগকারিণী তাঁদের দুই বন্ধুর সঙ্গে নির্জন ওই রাস্তা দিয়ে হাঁটছিলেন। সে সময় তাঁদের ওপর হামলা চালায় ৫ দুষ্কৃতী। এক তরুণীকে তাঁর বন্ধুর সঙ্গে ঘনিষ্ঠ অবস্থায় দেখতে পেয়ে দুটি ছেলেকেই মারধর করে তারা। তারপর বন্ধুদের সামনেই মেয়েদুটির ওপর অত্যাচার চালায় বলে অভিযোগ।

পুলিশে কিছু জানালে ফল খারাপ হবে বলে তাঁদের অভিযুক্তরা হুমকি দেয়। ডাক্তারি পরীক্ষায় ধর্ষণের অভিযোগ প্রমাণিত হয়েছে। ৫ অভিযুক্তের মধ্যে ৪জনকে আটক করা হয়েছে। জানা গেছে, তাদের মধ্যে ৩জনই নাবালক।