রায়পুর: ছত্তিশগড়ের নারায়ণপুরের জঙ্গলে পুলিশের সঙ্গে প্রচণ্ড গুলিবিনিময়ে নিহত ২ মহিলা মাওবাদী। নারায়নপুরের পুলিশ সুপার সন্তোষ সিংহ জানিয়েছেন, স্পেশাল টাস্ক ফোর্স (এসটিএফ) ও ডিস্ট্রিক্ট রিজার্ভ ফোর্সের (ডিআরজি) যৌথ দল মাওবাদী দমন অপারেশনে গিয়েছিল।
আজ সকালে হাসনার গ্রামের কাছে জঙ্গলে তাদের সঙ্গে সংঘর্ষ হয় মাওবাদীদের। যৌথ দলটি এখান থেকে ৩০০ কিমি দূরে মাওবাদী অধ্যুষিত অশান্ত অবুঝমারে অভিযান চালায়। হাসনারের কাছে জঙ্গল ঘিরে ফেলছিল তারা। আচমকা একটি মাওবাদী শিবির তাদের নজরে পড়ে। তবে মাওবাদীরা তাদের উপস্থিতি টের পেয়ে নির্বিচারে গুলি চালাতে শুরু করে। জবাব দেয় যৌথ বাহিনীও। প্রায় দেড় ঘন্টা গুলিযুদ্ধ চলে।
তবে গুলি চালাতে চালাতে মাওবাদীরা জঙ্গলের ভিতরে ঢুকে পড়ে। পরে তল্লাসি চালানোর সময় দুই মহিলার দেহ উদ্ধার করে যৌথ বাহিনী। তাদের পরনে ছিল মাওবাদী ইউনিফর্ম। দুটি .৩১৫ বোরের বন্দুক, কিছু বিস্ফোরক, মাওবাদী ইউনিফর্ম, মাওবাদী প্রচারপত্র উদ্ধার হয় ঘটনাস্থল থেকে।
প্রসঙ্গত, গত ১৮ জুন রাজনন্দনগাঁও জেলায় পুলিশের সঙ্গে সংঘর্ষে দুই মহিলা সমেত তিন মাওবাদী প্রাণ হারিয়েছিল। পরদিন কাঁকের জেলায় গুলিতে নিহত হয় এক মাওবাদী ডেপুটি কমান্ডার।
এর পাশাপাশি রাজ্যের বিজাপুরে বিস্ফোরক সহ গ্রেফতার হয়েছে এক মাওবাদী ডেপুটি কমান্ডার। রাকেশ সোধী নামে ২০ বছর বয়সি ওই মাওবাদীর মাথার দাম ছিল ৩ লক্ষ টাকা।
ছত্তিশগড়ে পুলিশের সঙ্গে গুলিযুদ্ধে হত ২ মহিলা মাওবাদী
Web Desk, ABP Ananda
Updated at:
21 Jun 2017 09:29 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -