আমদাবাদ: ২০০২ সালে গোধরায় সবরমতী এক্সপ্রেসে অগ্নিকাণ্ডের ঘটনায় মৃত্যুদণ্ডের সাজা পাওয়া ১১ জনের সাজা বদলে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিল গুজরাত হাইকোর্ট। একইসঙ্গে ট্রেনে আগুন লাগার ফলে যাঁদের মৃত্যু হয়েছিল, তাঁদের পরিবারকে ১০ লক্ষ টাকা করে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে রেল ও সরকারকে।

গোধরাকাণ্ডে নিম্ন আদালতের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে করা মামলায় আজ রায়দান করল গুজরাত হাইকোর্ট। ২০০২-এর ২৭ ফেব্রুয়ারি সবরমতী এক্সপ্রেসের এস-৬ কোচে অগ্নি বিপর্যয়ে ৫৯ জনের মৃত্যুর ঘটনায় নাশকতার অভিযোগ ওঠে। এই ঘটনার ৯ বছর পরে ২০১১-র পয়লা মার্চ ৩১ জনকে দোষী সাব্যস্ত করে বিশেষ আদালত। তাদের মধ্যে ১১ জনের ফাঁসির সাজা হয়। যাবজ্জীবন কারাদণ্ড হয় ২০ জনের। মুক্তি পান ৬৩ জন। এই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে গুজরাত হাইকোর্টে একাধিক মামলা দায়ের হয়। আজ তারই রায় দিল হাইকোর্ট। বিচারপতিরা জানিয়ে দিলেন, এই মামলায় কারও ফাঁসি হচ্ছে না।



সুপ্রিম কোর্ট নিযুক্ত বিশেষ তদন্তকারী দলের (সিট) আদালতের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে হওয়া মামলায় ২৯ মাস আগেই শুনানি শেষ হয়ে যায়। বিচারপতি এ এস ডাভে ও বিচারপতি জি আর উদ্ধানির ডিভিশন বেঞ্চে শুনানি হয়। আজ বিচারপতিরা রায় দিলেন।