মুম্বই: ঔরঙ্গাবাদ অস্ত্র মামলায় দোষী সাব্যস্ত সঈদ জাবিউদ্দীন ওরফে আবু জুন্দাল সহ ছজনের বিরুদ্ধে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিয়েছে আদালত।
মহারাষ্ট্র কন্ট্রোল অফ অর্গ্যানাইজড ক্রাইম অ্যাক্ট বা মকোকা আইনের আওতায় আদালত অন্য দুজন দোষী সাব্যস্তকে ১৪ বছরের কারাদণ্ডে দণ্ডিত করেছে এবং অন্য তিনজনকে ৮ বছরের হাজতবাসের নির্দেশ দিয়েছে।
গত সপ্তাহেই মকোকা আইনে আদালত ঔরাঙ্গাবাদ অস্ত্র মামলায় জুন্দাল সহ ১২ জন অভিযুক্তকে দোষী সাব্যস্ত করে।
ঘটনার সূত্রপাত ২০০৬ সালের ৮ মে। মহারাষ্ট্র এটিএস একটি গাড়ি পাকড়াও করে। গাড়িতে সেসময় তিনজন সন্দেহভাজন জঙ্গি ছিল। ঔরাঙ্গাবাদে চাঁদওয়াদ-মানমাদ জাতীয় সড়কের কাছে গাড়িটি আটক করে, অভিযুক্তদের গ্রেফতার করে এটিএস।
গাড়ি থেকে ৩০ কেজির আরডিএক্স, ১০ একে ৪৭ রাইফেল, প্রচুর পরিমাণ অস্ত্র, এবং নাশকতা চালানোর জিনিষ উদ্ধার হয়। দেশে বড়সড় হামলার ছক ছিল জঙ্গিদের। সেদিন আর একটা গাড়ি এটিএস-এর নাগালের বাইরে চলে গিয়েছিল। সম্ভবত সেই গাড়িতেই আবু জুন্দাল ছিল। পরে সে পাকিস্তান পালিয়ে যায়।
২০১২ সালে অবশেষে জুন্দালকে গ্রেফতার করলে পুলিশকে সে তাদের আরও একটি ডেরার সন্ধান দেয়। সেখান থেকে আরও ১৩ কেজির আরডিএক্স, ১২০০ কার্তুজ, ৫০টি হাত গ্রেনেড এবং ২২টি ম্যাগাজিন উদ্ধার হয়। ২০১৩ সালে এই মামলার বিচার শুরু হয়। এই বছর মার্চে বিচার শেষ হয়।
আবু জুন্দাল সহ ছজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিল আদালত
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
02 Aug 2016 08:19 AM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -