সোমবার ভোরের অভিযানে জখম দুই পুলিশ কর্মীর মধ্যে মৃত্যু হয়েছে এক জনের। এঁরা মাওবাদী দমনে তৈরি অন্ধ্রপ্রদেশের বিশেষ গ্রেহাউন্ড বাহিনীর সিনিয়র কমান্ডার। তাঁদের চিকিত্সার জন্য হেলিকপ্টারে করে বিশাখাপত্তনম উড়িয়ে নিয়ে যাওয়া হলেও প্রাণে বাঁচানো গেল না এক জনকে।
বিশাখাপত্তনম পুলিশের এক আধিকারিক রাহুল দেব শর্মা জানিয়েছেন, হাসপাতাল মৃত্যু হয়েছে গাজুওয়াকার বাসিন্দা আবুবকর নামে ওই কম্যান্ডোর।
জানা গিয়েছে, মালকানগিরির ১০ কিলোমিটার ভেতরে বৈঠকের জন্য জড়ো হয়েছে ৫০ থেকে ৬০ জন মাওবাদী, গোপন সূত্রে এ খবর পেয়ে অভিযান চালায় নিরাপত্তাবাহিনী। এক সরকারি আধিকারিক জানিয়েছেন, গোপন সূত্রে পুলিশ জানতে পারে যে, ওই এলাকায় প্রথম সারির মাওবাদী নেতাদের বৈঠক হবে। এরপরই গতকাল রাত থেকেই তল্লাশি ও চিরুনি অভিযান শুরু করে নিরাপত্তাবাহিনী।
অন্ধ্রপ্রদেশ পুলিশের ডিরেক্টর জেনারেল ইনচার্জ নান্দুরি শম্ভাশিব রাও বলেছেন, ঘটনাস্থল থেকে একে-৪৭ রাইফেল, সেল্ফ-লোডিং রাইফেল সহ প্রচুর অস্ত্রশস্ত্র উদ্ধার হয়েছে। যা থেকে স্পষ্ট ইঙ্গিত পাওয়া যাচ্ছে যে, মাওবাদীদের রাজ্যস্তরের নেতাদের থাকার সম্ভাবনা প্রবল। তবে আগে শনাক্ত করতে হবে নিহতদের, তারপরই এ ব্যাপারে নিশ্চিত হওয়া যাবে। অন্ধপ্রদেশ, ওড়িশা পুলিশের যৌথ অভিযান হয়েছে। একে-৪৭ রাইফেল থেকে বাহিনীর ওপর হামলা করে মাওবাদীরা। আত্মরক্ষায় তারা পাল্টা গুলি চালায়।