মুম্বই: বয়স মাত্র ২৪। দু’বছর আগেই চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট হয়েছেন। পারিবারিক ব্যবসা ১০০ কোটি টাকারও বেশি। সব ছেড়ে সাধু হয়ে গেলেন মক্ষেশ শেঠ (২৪) নামে মুম্বইয়ের কোলাপুরের এই যুবক। গুজরাতের গাঁধীনগরে এক অনুষ্ঠানের মাধ্যমে জৈন সাধু হলেন তিনি।


এই যুবকের কাকা গিরিশ শেঠ জানিয়েছেন, ‘আমাদের আদি বাস গুজরাতের বনসকান্ঠা জেলার দিশা শহরে। সেখান থেকে এসে এখন আমরা মুম্বইয়ে স্থায়ীভাবে বাস করছি। আমরা অ্যালুমিনিয়ামের ব্যবসা করি। মহারাষ্ট্রের সাংলিতে আমাদের কারখানা আছে। দু’বছর আগে প্রথমবারের চেষ্টাতেই চার্টার্ড অ্যাকাউন্টেসির পরীক্ষায় পাশ করে মক্ষেশ। এরপর থেকে ও ব্যবসা দেখভাল করছিল। ও এই কাজে সাফল্য পায়। বর্তমানে আমাদের ব্যবসায় লাভের পরিমাণ ১০০ কোটি টাকারও বেশি। কিন্তু জাগতিক সব মোহ ছেড়ে সাধু হয়ে গেল মক্ষেশ।’